সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পা রেখেই নজর কেড়েছিলেন ফিরোজ খানের উত্তরসূচি। কিছু সময়ের মধ্যেই তৎকালীন যুবপ্রজন্মের হার্টথ্রবে পরিণত হয়েছিলেন ফরদিন খান। বলিউডের চকোলেট বয় বলতে তখন একবাক্যে ফরদিনকেই বুঝতেন অনুরাগীরা। কিন্তু হঠাৎই বিনোদুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। বাবা ফিরোজ খান শেষ বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে গেলেও ছেলে আচমকাই উধাও হয়ে যায়। তবে এবার টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, একসময়ের সেই চকোলেট বয় নাকি কামব্যাক করতে চলেছেন। আর এমন খবর সামনে আসতেই রীতিমতো হইচই নেটদুনিয়ায়। নিমেষে ট্রেন্ডিং ফরদিন খান। কিন্তু সত্যিই কি ফিরছেন তিনি?
রুপোলি পর্দা থেকে দূরে চলে যাওয়ার পর যতবারই ফরদিনকে (Fardeen Khan) দেখা গিয়েছে, অবাক হয়েছেন তাঁর ভক্তরা। কোথাও সেই চেনা চেহারা-ছবি। অনেকখানি ওজন বাড়িয়ে ফেলেছিলেন অভিনেতা। কিন্তু শনিবার তাঁর একটি ছবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়ে যায়। মেদ ঝরিয়ে ফিট ৪৬ বছরের ফরদিন। তাও আবার তাঁকে দেখা গিয়েছে পরিচালক মুকেশ ছাবড়ার বাড়ির সামনে। ব্যস, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি প্রায় এক দশক পর নতুন লুকে বড়পর্দায় দেখা মিলবে ফিরোজপুত্রর? উত্তর দিলেন খোদ পরিচালক।
‘দিল বেচারা’ খ্যাত পরিচালক মুকেশ ছাবড়া জানান, হ্যাঁ। সত্যিই বলিউডে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন ফরদিন। মুকেশের কথায়, “ফের সিনেমায় দেখা যাবে ওকে। একেবারে লুক বদলে ফিরছে।” পরিচালক এমন খবর নিশ্চিত করায় যে ফরদিন খানের অনুরাগীদের মুখে হাজার ওয়াটের আলো জ্বলে উঠবে, তা বলাই বাহুল্য।
১৯৯৮ সালে প্রেম আগন ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ফরদিন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১০-এ দুলহা মিল গয়া ছবিতে। মাঝে জঙ্গল, ভূত, খুশি, দেব, ফিদা, নো এন্ট্রি, হে বেবি-সহ বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার দেখার কোন চরিত্রে বি-টাউনে কামব্যাক ঘটান ফিরোজপুত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.