সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দোল উৎসব। তার প্রাক্কালেই বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে ফারহা খান (Farah Khan)। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফারের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে যখন দেশজুড়ে নিন্দার ঝড়। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ঠিক সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে ফারহা খান। সম্প্রতি এক রান্নার রিয়ালিটি শোয়ে ফারহা বলেন, “হোলি ছাপড়িদের উৎসব।” এই ‘ছাপড়ি’ শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। অভিযোগ, এহেন মন্তব্যের জেরে এক বিশেষ সম্প্রদায়কে খোঁচা দিয়ে সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন বলিউড পরিচালক। আর সেই অভিযোগ নিয়েই বিকাশ ফটক যিনি কিনা ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত, তিনি তাঁর আইনজীবী আলি কাসিফ খান দেশমুখকে দিয়ে ফারহার বিরুদ্ধে মুম্বইয়ের খর থানায় এফআইআর দায়ের করেছেন।
Hindustani Bhau has filed a criminal complaint against choreographer Farah Khan at Khar Police Station, accusing her of insulting Hindu religious sentiments pic.twitter.com/oiJRK7dKz5
— IANS (@ians_india) February 21, 2025
২০ ফেব্রুয়ারি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-শোয়ে যোগ দিয়ে ফারহান প্রকাশ্যেই হোলি নিয়ে এহেন মন্তব্য করেন। যদিও বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার রসিকতা করেই বলেছিলেন, “হোলি ছাপড়িদের উৎসব”, তবে তাঁর এহেন মন্তব্য অনেকেরই আপত্তিকর বলে মনে হয়েছে। আর সেই প্রেক্ষিতেই ‘হিন্দুস্তানি ভাউ’ এইআইআর দায়ের করেছেন। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিযোগনামার একটি ছবি পোস্ট করে বিকাশ জানিয়েছেন, ফারহা খানের এই মন্তব্য সাম্প্রদায়িক। যেখানে হিন্দুধর্মের বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন উনি। যা ক্ষমার অযোগ্য। আর তাই ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় ফারহার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ‘হিন্দুস্তানি ভাউ’য়ের আর্জি কঠোর ব্যবস্থা নেওয়া হোক ফারহা খানের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.