Advertisement
Advertisement
Farah Khan

কটাক্ষের মুখে পড়েও শেষবেলায় লালবাগে ফারহা খান, হল ধাক্কাধাক্কিও! সামাল দিল পুলিশ

কী বলছেন পরিচালক?

Farah Khan getting mobbed at Lalbaugcha Raja, reacts to viral video | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 28, 2023 9:31 am
  • Updated:September 28, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপতি উৎসবের শেষবেলায় লালবাগে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে ধাক্কাধাক্কি খেয়ে প্রাণ প্রায় ওষ্ঠাগত ফারহা খানের (Farah Khan)। দিন কয়েক আগেই গণেশ পুজোয় জুতো পরে ছবি দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন পরিচালক। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েও খোঁটা শুনতে হয়েছিল কোরিওগ্রাফার তথা পরিচালককে। এবার লালবাগচা রাজার দর্শন পেতে গিয়ে বেগে পেতে হল ফারহাকে।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, লালবাগে (Lalbaugcha Raja) গণপতি উৎসবের শেষ দিন। এদিনই ঠাকুর বিসর্জন যাবে। তার প্রাক্কালেই বন্ধুদের নিয়ে লালবাগে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফারহা খান। সোনু সুদই অবশ্য পরিচালক বন্ধুকে নিয়ে যান সেখানে। তবে শেষবেলাতেও উপচে পড়েছিল ভিড়। সোনু সুদ, ফারহা খান বলেও জনঅরণ্যে ধাক্কা-গুঁতো থেকে বাদ পড়েননি। পরিস্থিতি বেগতিক দেখেই সামাল দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। যা দেখে অনেকেই ফারহা খানকে কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়েছিলেন, “কী দরকার ছিল আপনার ঠাকুর দেখতে যাওয়ার?” সেই ট্রোলের প্রতিক্রিয়াও দিয়েছেন ফারহা খান।

Advertisement

ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার ভিডিও শেয়ার করে বলিউড পরিচালকের মন্তব্য, “লালবাগচা রাজার অসাধারণ মূর্তি দেখে এলাম। ঠিক তার পদতলের সামনে গিয়েছিলাম। ভিড়ের মধ্যে যেভাবে আমাকে ধাক্কাধাক্কি খেতে দেখছেন, আমি শুধু বলব যে এটা একেবারে ন্যায্য। নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ। নিত্যদিন এভাবে ভিড় সামলানোর জন্য পুলিশদেরও অসংখ্য ধন্যবাদ। আধ্যাত্মিক অভিজ্ঞতা।” পাশাপাশি সোনু সুদকেও ধন্যবাদ জানালেন তাঁকে লালবাগের ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার জন্য।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি থেকে আমাকে বের করে দেবেন হিরানি’! পরিচালকের কাছে বকুনি খেয়েই ‘বিস্ফোরক’ শাহরুখ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)

প্রসঙ্গত, মুম্বইয়ের লালবাগ (Lalbaugcha Raja) মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন হাজার হাজার মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। খোদ অমিতাভ বচ্চন লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে। শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। এবারও ছোট চেলে অ্যাব্রামকে নিয়ে গিয়েছিলেন কিং খান। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। ভিকি কৌশলও গিয়ে ভিড়ের মুখে পড়েছিলেন। এবার ফারহা খানেরও সেই একই অবস্থা দেখা গেল শেষবেলায়।

[আরও পড়ুন: বউভাত হচ্ছে না পরিণীতির? দিল্লি-চণ্ডীগড়ের প্ল্যান বাতিল! মুম্বইতে বলিউড বন্ধুরা আশাহত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement