সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার বার প্রাণনাশের হুমকি। আরও জোরদার নিরাপত্তা। তবুও কি আর ‘দাবাং’ খানকে দমানো যায়! তিনি নিজের নিয়মেই চলাফেরা, শুটিং, দিব্য চালিয়ে যাচ্ছেন। একেবারে টাইগার অবতারে। আর এবার বুলেট প্রুফ গাড়িতে করে, কড়া নিরাপত্তার মধ্যেই ভাই সোহেল খানের জন্মদিনে হাজির হলেন সলমন খান। আর কালো কাচের গাড়ির ভিতর থেকেই ভক্তদের সালাম জানালেন ভাইজান।
তিনি দাবাং খান। তিনি বলিউডের বিন্দাস ভাইজান। তাঁকে ভয় দেখানো চাট্টিখানি কথা নয়। এই যেমন, লরেন্স বিষ্ণোইদের থেকে প্রাণনাশের হুমকি পেয়েও, ভাইজান কিন্তু দমেনি। বরং সব হুমকিকে ফুঁৎকারে উড়িয়ে সলমন এখন ব্যস্ত ছবির শুটিংয়ে।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর(Lawrence Bishnoi) নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সলমন। এদিকে সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তার পর একের পর এক খুনের হুমকি। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই সেখানে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। গুলি ফুঁড়ে দেয় সিদ্দিকির শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.