সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে গান গাইছেন খোদ অরিজিৎ সিং (Arijit Singh)। ভক্তের কি আর তর সয়? এক দৌড়ে চলে গিয়েছিলেন মঞ্চে। তার পর প্রিয় গায়ককে জাপটে ধরে চুমু! এমন ভালোবাসায় অরিজিৎও থমকে যান। থেমে যায় তাঁর গান।
বলিউডে এখন বিগ বাজেট ছবি মানেই অরিজিৎ সিংয়ের কণ্ঠ। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ সবেতেই অরিজিতের কণ্ঠের উপর ভরসা রেখেছেন শাহরুখ খান। ওদিকে আবার সলমন খান অরিজিতের সঙ্গে তিক্ততা মিটিয়ে নিয়েছেন। তাই এই প্রথমবার সলমন খানের জন্য ‘টাইগার ৩’ সিনেমায় গান গেয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।
অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট মানেই ম্যাজিক। সুরের এমন মূর্ছনা যাতে মন্ত্রমুগ্ধ হয়ে যান শ্রোতারা। এই অরিজিৎ আবার মাটির মানুষ। আড়ম্বরহীন তাঁর জীবন। তাইতো ভক্তরা তাঁকে দেবতার আসনে বসিয়ে দেন। এমনই এক ভক্তের পাল্লায় পড়েছিলেন তারকা। চুমু কাণ্ডের এই ভিডিওটি অরিজিতের এক ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। কে এই ব্যক্তি? তা জানা যায়নি। তবে অরিজিতের জন্য যে তিনি পাগল, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।
View this post on Instagram
অরিজিৎকে জাপটে ধরে চুমু খাওয়ার পরই তাঁর পায়ে পড়ে যান যুবক। ততক্ষণে মঞ্চে চলে আসেন নিরাপত্তারক্ষী। কোনওমতে তারকার ভক্তকে তুলে তিনি মঞ্চ থেকে নামিয়ে দেন। প্রথমে অরিজিৎ চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনুরাগীর যাতে ব্যথা না লাগে, সেদিকে খেয়াল রাখছিলেন। ভক্ত নিরাপদে দর্শকদের মধ্যে ফিরে যেতেই হাসি ফোটে তারকার মুখে। আবারও গান গাইতে শুরু করেন তিনি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.