Advertisement
Advertisement
SRK Salman

একা ‘পাঠান’-এ রক্ষে নেই, দোসর ‘টাইগার’! সলমনের ত্রাতা শাহরুখ, ‘জোড়ি নং ১’ করণ-অর্জুন

'টাইগার ৩' দেখে 'জোড়ি নং ১' তকমা ভক্তদের। 

Fan hails Shah Rukh, Salman as Jodi no 1 in Tiger 3 | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 12, 2023 1:40 pm
  • Updated:November 12, 2023 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিওর চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন সলমন খান (Salman Khan)। এবার দোসর শাহরুখ (Shah Rukh Khan) পাকিস্তান থেকে ‘টাইগার’ ভাইজানকে বাঁচালেন। মিনিট কুড়ির দৃশ্যে একেবারে ঝড় তুলে দিলেন কিং খান। আর সেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স দেখেই প্রেক্ষাগৃহে ভক্তদের সে কী উল্লাস! সেসব টুকরো ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল।

‘টাইগার ৩’ ছবিতে (Tiger 3) শাহরুখ খানের এন্ট্রির দৃশ্য নিয়ে দুই সুপারস্টারের ভক্ত শিবিরের মধ্যেই প্রথম থেকেই বেশ কৌতূহল ছিল (SRK Salman)। অবশেষে তাঁদের ‘দিওয়ালি বাম্পার’ উপহার দিলেন শাহরুখ-সলমন। কুড়ি মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে পাকিস্তানের জেল থেকে ‘টাইগার’ সলমনকে উদ্ধার করলেন, সেই রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখেই উত্তেজনায় ফুটছেন ভক্তরা। সিনেমা হল থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, ‘পাঠান’ শাহরুখ হেলিকপ্টার থেকে প্রায় ঝুলন্ত অবস্থায় বন্দুকবাজি করছেন। আর ত্রাতাকে দেখে সলমনের মনোবল যেন আরও দ্বিগুণ বেড়ে গেল! ভক্তরা বলছেন, “জোড়ি নম্বর ১।”

Advertisement

[আরও পড়ুন: ‘টাইগার ৩’তে প্রাক্তন সলমনের সঙ্গে রোম্যান্সে মশগুল স্ত্রী ক্যাটরিনা! কী বললেন ভিকি কৌশল?]

প্রসঙ্গত, ভারতের বিনোদুনিয়া আজ সলমনময়। দিওয়ালির মরশুমেই বক্স অফিসে বোমা ফাটালেন ‘টাইগার’ ভাইজান। সেই সঙ্গে শাহরুখ ভক্তরাও প্রেক্ষাগৃহে ভিড় জমালেন দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স দেখতে। যা কিনা ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে। ‘টাইগার ৩’তে একঝলক দেখা গেল ‘কবীর’ হৃতিক রোশনকেও। আগেভাগেই শোনা গিয়েছিল যে, দর্শক টানতে ‘টাইগার’ সলমনের সঙ্গে স্পাই ফ্র্যাঞ্চাইজির আরও দুই তারকা ‘কবীর’ হৃতিক এবং ‘পাঠান’ শাহরুখকেও দেখাতে চলেছেন প্রযোজক আদিত্য চোপড়া।

প্রসঙ্গত, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর সিনেমার গল্প পাকিস্তানের প্রেক্ষাপটেই সাজানো হয়েছে। সেই জেল ভাঙার দৃশ্যের জন্য সেট পড়েছিল মুম্বইয়ের মাড আইল্যান্ডে। শোনা গিয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি টাকা খরচ করেছেন। আর সেই অ্যাকশন সিকোয়েন্সই সিনেমায় গল্পের মোড় ঘোরায়। ঠিক যেমনটা ‘পাঠান’-এর ক্ষেত্রেও হয়েছিল। শত্রুদের সঙ্গে লড়তে গিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শাহরুখের, তখন ত্রাতা হিসেবে হাত বাড়িয়ে দিয়েছিলেন ‘টাইগার’ সলমনই। তেমনই চমক এবার ‘টাইগার ৩’ ছবিতে।

[আরও পড়ুন: ধনতেরাসে জোড়া ফ্ল্যাট বিক্রি রণবীর-দীপিকার! বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর না অর্থকষ্ট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement