Advertisement
Advertisement
Nitin Desai

আত্মহত্যা! স্টুডিওতে উদ্ধার ‘লগান’, ‘দেবদাস’ খ্যাত আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের দেহ

চারটি জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

Famous art director Nitin Desai found dead at his in Studio | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 2, 2023 11:21 am
  • Updated:August 2, 2023 11:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে দুঃসংবাদ। স্টুডিওতে উদ্ধার হল বলিউডের প্রখ্যাত আর্ট ডিরেক্টর নীতীন দেশাইয়ের (Nitin Desai) মৃতদেহ। ‘লগান’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’-এর মতো বহু সিনেমার সেট ডিজাইন করেছেন তিনি। ঝুলিতে রয়েছে চার-চারটি জাতীয় পুরস্কার। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিজ্ঞ চলচ্চিত্র কর্মী।

Nitin-Desai-1

Advertisement

মুম্বইয়ে জন্ম প্রখ্যাত আর্ট ডিরেক্টরের। পুরো নাম নীতীন চন্দ্রকান্ত দেশাই। আটের দশকে মুম্বইয়ের ফিল্ম সিটি থেকে কেরিয়ার শুরু করেন। নীতিশ রায়ের সহকারী হিসেবে কাজ করেছেন। মুম্বইয়ের গ্ল্যামার জগতে নীতীনের কদর বাড়ে ‘১৯৪২: আ লাভ স্টোরি’ হিট হওয়ার পর থেকে। এরপর আর পিছনে ফিরে তাকাননি বলিউডের নামজাদা আর্ট ডিরেক্টর।

[আরও পড়ুন: AI-এর কামাল, এবার ‘বার্বি’ রূপে উত্তম-সুচিত্রা, সৌমিত্র হলেন ‘ওপেনহাইমার’]

হিন্দির পাশাপাশি মারাঠি ছবিতেও কাজ করেছেন নীতীন। তাঁর ঝুলিতে রয়েছে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘কামসূত্র: আ টেল অফ লাভ’, ‘করীব’, ‘সালাম বম্বে’, ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিং’-এর মতো বহু হিট সিনেমা। ‘লগান’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’ আর ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন নীতীন।

Nitin-Desai-2

জানা গিয়েছে, বুধবার ভোরে এনডি স্টুডিওতে পড়েছিল নীতীনের নীথর দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন অভিজ্ঞ আর্ট ডিরেক্টর। শেষ অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত অভিনীত ‘পাণিপথ’ সিনেমার সেট ডিজাইন করেছিলেন তিনি। ছিলেন ‘পৌরষপুর’ সিরিজের প্রোডাকশন ডিজাইনার। রটনা, আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন নীতীন। তাঁর জেরেই এমন পদক্ষেপ? প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: হাফপ্যান্ট পরে মন্দিরে! ভিডিও প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষের মুখে একতা কাপুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement