Advertisement
Advertisement

Breaking News

Dev-Rukmini

দেব-রুক্মিণীর এক সন্তানও আছে? জানতে পেরে নিজেই চমকে গেলেন সুপারস্টার!

তথ্য ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়! কী বলছেন দেব?

False information surfaces about Dev-Rukmini's marriage
Published by: Sandipta Bhanja
  • Posted:May 30, 2024 8:40 pm
  • Updated:May 30, 2024 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। কবে বিয়ে করবেন তাঁরা? সেই প্রশ্নে জেরবার দুই তারকা। যে কোনও সিনেমা রিলিজের আগে দেব হোক কিংবা রুক্মিণী, নাগালে এলেই এই প্রশ্নের সম্মুখীন হন দেব-রুক্মিণী। এবার টলিউড সুপারস্টার নিজেই এমন খবরের সন্ধান দিলেন, যা কিনা চমকে দেবে ভক্তদের।

এক্স হ্যান্ডেলে গুগলের এক স্ক্রিনশট রিপোস্ট করেছেন দেব। যেখানে স্পষ্ট লেখা, ২০২১ সালের ৬ মে নাকি রুক্মিণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড সুপারস্টার। শুধু তাই নয়, সেখানে এও লেখা যে, দেব-রুক্মিণীর একটি সন্তানও রয়েছেন। এই বিভ্রান্তিকর তথ্যের জেরে অভিনেতার নিজেরই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হয়েছে! ওই অনুরাগী লিখেছেন, গুগলে না থাকলে জানতেই পারতাম না। সুপারস্টার দেবও সেকথায় সায় দিয়ে লিখেছেন, “আমিও।” তবে অনুরাগীরা নাছোড়বান্দা! টলিউডের সুপারস্টার। বাঘা রাজনীতিক। একেবারে গোছানো কেরিয়ার। তা টলিউডের এমন ‘এলিজেবল’ লক্ষ্মীছেলে সংসার কবে গোছাবেন?

Advertisement

Dev-Rukmini

[আরও পড়ুন: ‘দেশ যেন এগিয়ে থাকে’, ভোট উৎসবের অন্তিমলগ্নে বিশেষ বার্তা তৃণমূল ‘সুপারস্টার’ দেবের]

সেই প্রশ্ন যদিও অধরা, তবে দেব-রুক্মিণীর একে-অপরের পরিবারের সঙ্গে কিন্তু দারুণ সখ্যতা। একবার ‘দিদি নম্বর ওয়ানে’ এসে রুক্মিণী মৈত্র এক মজার ঘটনা শেয়ার করেছিলেন। রুক্মিণী জানিয়ে ছিলেন, দেবের সঙ্গে যখন তাঁর বাবার দেখা হয়, তখন দেবকে বাবা জিজ্ঞাসা করেছিলেন, তুমি কী করো? দেব নাকি উত্তরে বলেছিলেন, “আমি ইঞ্জিনিয়ার। ওই একটু-আধটু অভিনয় এবং রাজনীতি করি।” অন্যদিকে রুক্মিণীর ভাইঝির সঙ্গেও দারুণ মজার সম্পর্ক দেবের। মাঝে মধ্যেই তাঁদের খুনসুটি ভরা ভিডিও সোশাল মিডিয়া দেখা যায়। এর থেকেই বোঝা যায়, দেব ও রুক্মিণীর এই জুটি তাঁদের পরিবারেরও খুব পছন্দের। দুজনেই দুজনের ‘কাছের মানুষ’। তবে ওই ফিল্মি দুনিয়ার পুরনো সংলাপের মতো তাঁদেরও কথা, ‘উই আর জাস্ট ফ্রেন্ড!’ তবে দেব-রুক্মিণী যতই বলুক এসব কথা, টলিউডের সবচেয়ে চর্চিত জুটির বিয়ে নিয়ে আগ্রহ কিন্তু যত দিন যাচ্ছে, ততই বাড়ছে। লোকে বলছে ‘মিঞা, বিবি যখন রাজি…’, তখন বিয়েতে দেরি কীসের? সেই উত্তর অজানা হলেও গুগলের হিসেব-নিকেশ আর তথ্য দেখে নিজেই এবার চমকে গেলেন টলিউড সুপারস্টার।

[আরও পড়ুন: অসুস্থতাকে বুড়ো আঙুল! আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে যোগ দিতে সপরিবারে ইটালিতে শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement