Advertisement
Advertisement
শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ভুয়ো অ্যাকাউন্ট শ্রাবন্তীর নামে, অভিনেত্রীর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর ফাঁদ!

অভিনেত্রীর নাম করে চাওয়া হচ্ছে টাকা!

Fake account on Tollywood actress Srabanti Chatterjee's name
Published by: Sandipta Bhanja
  • Posted:June 25, 2020 11:01 pm
  • Updated:June 25, 2020 11:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি সিনেমায় অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন। এবার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এই একইভাবে ভুয়ো অ্যাকাউন্টের শিকার হতে হল নেটদুনিয়ায়। আর এই খবর তাঁর কানে পৌঁছতেই তড়িঘড়ি নিজের ইনস্টাগ্রামে অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকেই বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় শ্রাবন্তীর নাম করে। শুধু তাই নয়, টাকাও চাওয়া হয়। বিষয়টি নজরে আসতেই সবাইকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় ওই ভুয়ো পেজের স্ক্রিনশট দিয়ে একটি পোস্ট দেন অভিনেত্রী।

Advertisement

শ্রাবন্তী (Srabanti Chatterjee) লিখেছেন, “এই পেজটি কিছু বেনামী ব্যক্তি তাঁদের স্বার্থসিদ্ধির জন্য তৈরি করেছেন। টাকা উপার্জনই তাদের মুখ্য উদ্দেশ্য। কে বা কারা এই কাজটি করছেন তা আমার জানা নেই। দয়া করে ইনস্টাগ্রামে এই পেজটির বিরুদ্ধে রিপোর্ট করুন। আমার কাছে অভিযোগ এসেছে যে কিছু ব্যক্তি নানা কারণ দেখিয়ে প্রায়ই মানুষের কাছে আমার নাম করে টাকা চাইছেন। আপনাদের কারওর কোনও ক্ষতি হোক, আমি তা চাই না। এবং এই পেজ থেকে কোনও রকম ক্ষতি হলে জালিয়াতির জন্য আমি দায়বদ্ধ নই। আমার কোনও রকম ফ্যানপেজ নেই সোশ্যাল মিডিয়ায়। আর অনুরোধ করব ইনস্টাগ্রামের এই পেজটিও আনফলো করুন আপনারা।”

[আরও পড়ুন: ‘সোনু নিগমের সঙ্গে কুখ্যাত ডন আবু সালেমের সম্পর্ক ছিল!’, বিস্ফোরক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা]

তারকাদের নাম করে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট দেখা যায়। এই ঘটনা নতুন নয়! অনেকেই তারকাদের নাম করে অ্যাকাউন্ট খুলে গল্প জমায় তাঁর ভক্তদের সঙ্গে। এরপর সুযোগ বুঝে ফায়দা লুটতেও ছাড়ে না! আর তারকাদের পক্ষে সবসময় সম্ভবপরও নয় যে তাঁদের নামে এরকম ক’টা করে অ্যাকাউন্ট আছে সোশ্যাল দুনিয়ায়, সেই খবর রাখা! শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামেও এরকম একাধিক ফেক অ্যাকাউন্ট রয়েছে। উপরন্তু, এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) গুণমুগ্ধের সংখ্যাও অগুণতি! তাই কে কখন কোন ফ্যানপেজ খুলছে বা তাঁরই নামে অ্যাকাউন্ট খুলছে, তা জানা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে অভিযোগ আপরও গুরুতর। কারণ সেই ভুয়ো অ্যাকাউন্টে গল্প জমিয়ে অভিনেত্রীর অনুরাগীদের থেকে টাকা চাওয়া হচ্ছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

This is a fake account and this person is asking money from people randomly claiming it to be my fan page. Please report and unfollow this page.

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

[আরও পড়ুন: বলিউড এখন ‘গালিউড’! অমিতাভ বচ্চনকে হাল ধরার আরজি জানালেন সুষমা স্বরাজের স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement