সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ছাবা’ (Chhaava)। প্রেমদিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিলিজের দিন কয়েকের মধ্যেই বিজয়রথ ছুটিয়েছে। মাত্র পাঁচ দিনেই বিশ্বজুড়ে ২০০ কোটির উপর ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন, তো কেউ বা আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সবমিলিয়ে ‘ছাবা’ জ্বরে আক্রান্ত দেশের দর্শক-অনুরাগীরা। এবার সর্বস্তরে মারাঠাদের তরফে ইতিহাস ভিত্তিক এই সিনেমাকে মহারাষ্ট্রে করমুক্ত করার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের (Devendra Fadnavis) কাছে তাঁদের আর্জি, “মারাঠাদের মান-মর্যাদার ইতিহাস যে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে, তার পুরস্কার হিসেবে ‘ছাবা’কে করমুক্ত করা হোক।” সেই ডাকে সাড়া দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও।
‘ছাবা’র প্রশংসা করে ফড়ণবিস জানিয়েছেন, “বহু দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। ইতিহাসকে বিকৃত না করে মারাঠা সাম্রাজ্যের গৌরবগাথাকে যে এভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে, তার জন্য আমি ভীষণ খুশি। যদিও আমার দেখা হয়নি সিনেমাটা, তবে লোকমুখে দারুণ রিভিউ শুনছি।” তাহলে কি মহারাষ্ট্রে ‘ছাবা’কে করমুক্ত করা হচ্ছে? এপ্রসঙ্গে ফড়ণবিস জানিয়েছেন, “বলিউডের কথা ভেবে ২০১৭ সালেই মহারাষ্ট্রে বিনোদুনিয়া থেকে কর তুলে নেওয়া হয়েছে। এবার দেখছি, ‘ছাবা’ ফিল্মটিকে আরও কীভাবে প্রচার করে পাশে থাকা যায়, যাতে আরও বেশি সংখ্য দর্শকরা এই ছবি দেখতে পান।”
প্রসঙ্গত, অ্যাডভান্স বুকিংয়ের হিড়িক দেখেই আভাস মিলেছিল যে ‘ছাবা’ পয়লা দিনেই ঝড় তুলে দেবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিকির ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় ‘ওপেনিং’ হতে চলেছে এই ছবি। সেই ভবিষ্যদ্বাণীই যে সত্যি হল, সেটা জানান দিচ্ছে বক্স অফিসের (Chhaava Box Office) রিপোর্ট। মাত্র পাঁচ দিনেই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলল ভিকি কৌশলের (Vicky Kaushal) ‘ছাবা’। যা কিনা অভিনেতার ফিল্মি কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও ‘বড় ওপেনার’ হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পয়লা দিনে ‘ছাবা’র আয় ৩৩ কোটি, দ্বিতীয় দিন শনিবারে তা আরও বেড়েছে। ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘ছাবা’। রবিবারের আয় সবথেকে বেশি। ৪৯.৬৩ কোটি টাকা। আর সোমবার বিকেল পর্যন্ত ৬.৬৭ কোটি। সবমিলিয়ে তিন দিনেই ১০০ কোটি পার ‘ছাবা’র। এদিকে বুধবার শুধুমাত্র জাতীয়স্তরেই ২৫ কোটি আয়ের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বেশ ভালোই ব্যবসা করেছে। পাঁচ দিনে ভারতে গড়ে ১৯৮.৮৫ কোটির পাশাপাশি বিশ্বজুড়ে ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। সবমিলিয়ে মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে ২২৮ কোটি টাকার ব্যবসা করে পঁচিশ সালের শুরুতেই ‘ছাবা’র সুবাদে হুঙ্কার ছাড়ল বলিউড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.