আকাশ মিশ্র: ‘দুষ্টু কোকিল (Dushtu Kokil) !’ হ্যাঁ, শাকিব খান, মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ ছবির হাত ধরে এখন দুই বাংলায় ভাইরাল ‘দুষ্ট কোকিল ডাকে কু কু’ গানটি। সোশাল মিডিয়ায় নজর রাখলে, দুই বাংলার মানুষজনই এই গানে রিল করতে ব্যস্ত। কিন্তু শুধু এই গান নয়, এর সঙ্গে ভাইরাল ‘দুষ্টু কোকিল’-এর দুষ্টু এবং হ্যান্ডসাম বয় মানব সচদেব! মিমির পাশে কয়েক সেকেন্ড, মাত্র চার লাইন, ‘নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চান্দের আলোয়, বাঁধবো সুখের ঘর’- এ থেকেই সুপারহিট তিনি। গোটা বাংলাদেশ মানবকে এখন ‘দুষ্টু কোকিল বয়’ নামেই চেনে। তা কলকাতার ছেলে মানবের কাছে কীভাবে এল এমন ‘তুফান’ সুযোগ?
সংবাদ প্রতিদিন ডিজিটালকে মানব জানালেন, ”বলে না, ইউনির্ভাস যা আপনার জন্য লিখে রেখেছে, সেটাই হবে। আমার ক্ষেত্রে ঠিক সেটাই হল। হঠাৎ করেই অফারটা এল আমার কাছে। আর এখন দেখুন, মাত্র কয়েক সেকেন্ডেই সোশাল মিডিয়ায় ভাইরাল।”
মানব জানালেন, ”হঠাৎ করেই সিদ্ধান্ত, আমাকে ফোন করে বলল, মানব তুমি কোথায়? এখন তুমি আসতে পারবে? ঠিক এভাবেই ঘটনাটা ঘটল। আসলে, ভগবান যখন যেটা চায় সেটাই হয়। আমরা কোনও প্ল্যান করতে পারি না। এই গানটিতে আমি হয়তো তিরিশ সেকেন্ড ছিলাম। আর ৩০ সেকেন্ডেই আমি এখন ভাইরাল। এরকম হবে সত্যিই আমি ভাবতে পারিনি। আমি এর আগেও অনেক কাজ করেছি। কিন্তু এতটা ভালোবাসা আগে পায়নি। সত্য়িই আমি আপ্লুত। এটা আমার কাছে সারপ্রাইজের মতো। ”
View this post on Instagram
কেমন ছিল শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা? মানব জানালেন, ”অসাধারণ অভিজ্ঞতা। প্রথমবার যখন সেটে দেখলাম, বুঝতে পেরেছিলাম, কেন তিনি সুপারস্টার। একটা আলাদা অওরা ক্যারি করছিলেন। যা বলে বোঝানো যাবে না। আর মিমি তো দারুণ। আমি সত্যিই খুব লাকি শাকিব ও মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করে।”
View this post on Instagram
ভারতে মুক্তির প্রতীক্ষায় শাকিব খানের ‘তুফান’। তবে ওপার বাংলায় ইতিমধ্যেই ব্লকবাস্টার এই ছবি। গুঞ্জনে শোনা যাচ্ছে, ‘দুষ্ট কোকিল’ গানে হঠাৎ করে শাকিবের গুলিতে মানব ডান্সফ্লোরে লুটিয়ে পড়লেও, ছবিতে তাঁর চরিত্রটা সারপ্রাইজ। আবার শোনা যাচ্ছে, ‘তুফান ২’-এর গল্প শুরু হবে নাকি মানবের এই আচকমা মৃত্যু থেকেই। এই গুঞ্জন কী সত্যি? মানবের সোজা জবাব, ”দেখুন তুফান ছবিতে আমার চরিত্রটা ঠিক কী, তা বলতে পারব না। ওটা সারপ্রাইজ থাক। আর তুফান ২ নিয়ে তো কিছু বলাই যাবে না। পরিচালক ঠিক কীভাবে ভাবছেন, সেটা তো আমি জানি না।”
একেবারে কলকাতার ছেলে মানব। এই শহরেই বেড়ে ওঠা। ওপার বাংলার দর্শকের কাছে ‘দুষ্টু কোকিল’ হলেও, এপার বাংলার দর্শক তাঁকে দেখেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘শাহজান রিজেন্সি’তে। স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে অভিনয় করেও নজর কেড়েছিলেন মানব। নানা বিজ্ঞাপনের পাশাপাশি দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। তবে শুধু বাংলায় নয়, তাঁকে দেখা গিয়েছে জি টিভির হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মানজা’তে। সম্প্রতি অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও টিনু আনন্দের সঙ্গে একটি নতুন হিন্দি ছবিতেও। যা রয়েছে মুক্তির অপেক্ষায়। তবে এত কিছুর মাঝে হঠাৎ করেই মানব হয়ে উঠলেন ‘দুষ্টু কোকিল’ গানের ভাইরাল বয়। অভিনেতার কথায়, ”আমার একটাই উদ্দেশ্য কাজ করে যাও, ফল ভগবান ঠিক সময় দিয়ে দেবে। ঠিক যেমন এই দুষ্ট কোকিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.