Advertisement
Advertisement

Breaking News

Prashmita Paul-Anupam Roy

কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা

আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।

Exclusive chat with singer Prashmita Paul, Anupam Roy's bride to be | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 26, 2024 4:03 pm
  • Updated:February 26, 2024 4:12 pm  

সুপর্ণা মজুমদার: বসন্তে নতুন প্রেমের ফল্গুধারা। বিয়ে করছেন অনুপম রায় (Anupam Roy)। সংবাদ প্রতিদিন ডিজিটাল প্রথম এই খবর জানায়। আর তাতেই হইচই। প্রশ্ন একটাই পাত্রী কে? প্রস্মিতা পাল (Prashmita Paul)। তিনিও বাংলা গানের জগতে পরিচিত মুখ। কীভাবে শুরু প্রেম? ফোনেই জানালেন সঙ্গীতশিল্পী।

Anupam-Prashmita-1
ছবি: ইনস্টাগ্রাম

পরিচয় কবে থেকে? প্রশ্ন শুনেই প্রস্মিতা বললেন, “আমরা দুজনেই গানের জগতের মানুষ। আমরা গানই গাই। তাই পেশাগতভাবে, সহকর্মী হিসেবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে।” প্রথমবার এক স্টুডিওতেই অনুপমের সঙ্গে দেখা হয়েছিল প্রস্মিতার। সেকথাও জানালেন।

Advertisement

[আরও পড়ুন: গরীবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী]

অনুপম এত বড় একজন স্টার। তবে কখনও এই স্টারডম দুজনের সম্পর্ককে প্রভাবিত করেনি বলেই জানালেন প্রস্মিতা। তাঁর কথায়, “অনুপমকে যে চেনে, সে জানে ও একজন খুব সাধারণ ও ভালো মনের মানুষ। ওর যে এই সেলিব্রিটি সত্ত্বা, স্টারডম সেটা অন্তত ব্যক্তিগত জীবনে নেই। আমার কাছে ও সেই রকম তারকা নয়, আমার কাছে ও সেই মানুষ যাঁকে আমি বিয়ে করতে চলেছি। খুবই ভালো আর সিম্পল একজন মানুষ। ফলে এটা নিয়ে কখনও সমস্যা হয়নি। আশা করি পরেও হবে না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashmita Paul (@prashmita)

প্রেমের প্রস্তাব কে দিল? আপনি না অনুপম? প্রস্মিতার উত্তর, “সেভাবে প্রেমপ্রস্তাব বলে তেমন কিছু হয়নি। আমরা তো একে অন্যকে অনেকদিন ধরে চিনি। বুঝতে পেরেছিলাম যে একে অপরকে আমরা পছন্দ করছি। কোনও প্রোপোজাল কখনও হয়নি।” গায়িকা জানান, দুই বাড়ি থেকে এই বিয়েতে কোনও আপত্তিই ছিল না। বরং পরিবারের পক্ষ থেকেই বিয়ের দিন ঠিক করা হয়েছে। আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা।

[আরও পড়ুন: ফের প্রেম ভাঙল সলমনের! দুবাইয়ে ইউলিয়াকে এভাবে এড়ালেন? ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement