Advertisement
Advertisement

Breaking News

কঙ্গনার মাত্রাছাড়া আক্রমণ, হৃতিকের ঢাল হয়ে হাজির ‘প্রাক্তন’ সুজান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোই মিল গয়া! স্বস্তিতে হৃতিক রোশন অন্তত নিজের ছবির নামই আওড়াতে পারেন৷ যেভাবে নজিরবিহীন আক্রমণের তির তাঁর দিকে ধেয়ে আসছিল তাতে এ ছাড়া বোধহয় আর কোনও উপায়ও ছিল না৷ সাম্প্রতিক দু’টি সাক্ষাৎকারে হৃতিককে আবার আক্রমণ করেছেন কঙ্গনা রানাউত৷ আর তারপরই প্রাক্তন স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে হৃতিকের পাশেই দাঁড়ালেন সুজান৷আরও পড়ুন:অস্কার দৌড়ে […]

Ex-wife Sussanne defends Hrithik Roshan as Kangana ups ante
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2017 8:38 am
  • Updated:September 29, 2019 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোই মিল গয়া! স্বস্তিতে হৃতিক রোশন অন্তত নিজের ছবির নামই আওড়াতে পারেন৷ যেভাবে নজিরবিহীন আক্রমণের তির তাঁর দিকে ধেয়ে আসছিল তাতে এ ছাড়া বোধহয় আর কোনও উপায়ও ছিল না৷ সাম্প্রতিক দু’টি সাক্ষাৎকারে হৃতিককে আবার আক্রমণ করেছেন কঙ্গনা রানাউত৷ আর তারপরই প্রাক্তন স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে হৃতিকের পাশেই দাঁড়ালেন সুজান৷

সেন্সর থেকে বেরিয়েই ‘রগরগে’ ছবির প্রেজেন্টর পহেলাজ ]

Advertisement

বছরখানেক আগে থেকেই বিস্তর গোলযোগ৷ জমেছে বিতর্ক৷ এক মেরুতে কঙ্গনা রানাউত৷ অন্য মেরুতে হৃতিক৷ কঙ্গনার অভিযোগ, হৃতিক তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন৷ প্রত্যাশিতভাবেই সে অভিযোগ অস্বীকার করেন হৃতিক৷ কঙ্গনা তাঁকে ‘সিলি এক্স’ বলে ঠাট্টা করলে, হৃতিক পালটা ‘ওয়ান্ডার ওম্যান’ নিয়ে সন্দেহ প্রকাশ করে কটাক্ষ করেন৷ এতেই অবশ্য সবকিছু থামেনি৷ হৃতিক আইনি নোটিস পাঠায় কঙ্গনার বিরুদ্ধে৷ কঙ্গনাও ছাড়ার পাত্রী নন৷ তিনিও আইনি পথেই এর জবাব দেন৷ এই চলছিল৷ তারপর সময়ের কারণেই বিতর্কে থিতিয়ে পড়ে৷ দু’জনেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন৷ সম্প্রতি আবার দুটি সাক্ষাৎকারে বিতর্ক উসকে দিন৷ বলিপাড়ায় পরকীয়া সম্পর্কের মুখোশ খুলে দেন তিনি৷ স্বাভাবিকভাবেই আবার ওঠে হৃতিক প্রসঙ্গ৷ এবং কঙ্গনা কোনও রাখঢাক করেননি৷ তথাকথিত ভদ্রতার পর্দা ফাঁস করে তিনি প্রায় ‘দেবতুল্য নায়ক’কে ধুলোয় মিশিয়ে দিয়েছেন৷ তাঁর অতীত নিয়েও যেমন তাঁর বলতে দ্বিধা নেই৷ তেমন সেই অতীতে যাঁরা জড়িয়ে তাঁদেরকেও আড়াল করেননি৷ নাম করে করেই সকলের মুখোশ খুলে দিয়েছেন৷ ফলে আবার আক্রমণের মুখে হৃতিক৷ এবার অবশ্য নিজে তার জবাব দিলেন না নায়ক৷ পাশে পেলেন প্রাক্তন স্ত্রীকে৷ আক্রমণে জেরবার হওয়া হৃতিককে বাঁচাতে একটি ছবি পোস্ট করেছেন সুজান৷ দু’জনের বেশ মাখোমাখো মুহূর্তের ছবি৷ এবং সে ছবি পোস্ট করেই হৃতিককের ‘গুড সোল’-এর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন৷ কিন্তু কঙ্গনার সপাট আক্রমণ যে সততা আছে, এবং তা যেভাবে হৃতিককে বিঁধছে, তাতে নায়ককে বাঁচাতে প্রাক্তন স্ত্রী   ‘কাবিল’ হবেন তো? সে উত্তর অবশ্য ভবিষ্যতের গর্ভেই৷

sussane-tweet

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement