সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং করতে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা ইমরান হাশমি। গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করতে গিয়েই আহত হন ইমরান।
ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ ছবিতে। সলমন-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন ইমরান।
View this post on Instagram
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তাঁর। তবে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুস্থই রয়েছেন ইমরান।
২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটা ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। ক্যানসার ধরা পড়ে আয়ানের। তবে এখন অনেকটাই সুস্থ আয়ান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.