Advertisement
Advertisement
Emraan Hashmi about Aishwarya

ঐশ্বর্যকে ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ ইমরানের! নিজের বেফাঁস মন্তব্য নিয়ে কী বক্তব্য তারকার?

ঘটনাটি ঘটে 'কফি উইথ করণ' শোয়ে।

Emraan Hashmi reacted on his 'Plastic' comment about Aishwarya Rai Bachchan
Published by: Suparna Majumder
  • Posted:February 24, 2024 8:55 pm
  • Updated:February 24, 2024 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন বিশ্বসুন্দরী, আবার বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তাঁর রূপ নিয়ে চর্চার অন্ত নেই। এই ঐশ্বর্য রাই বচ্চনকেই প্লাস্টিকের সঙ্গে তুলনা করেছিলেন ইমরান হাশমি (Emraan Hashmi)! ‘কফি উইথ করণ’ শোয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা। ঘটনার রেশ এখনও রয়েছে। তাই তো এখনও এই মন্তব্য নিয়ে জবাবদিহি করতে হচ্ছে তাঁকে।

Emraan-Hashmi-about-Aishwarya-Rai-Bachchan

Advertisement

ঘটনাটি ঘটে ‘কফি উইথ করণ’ শোয়ের চতুর্থ মরশুমে। শোয়ে তখন র‌্যাপিড ফায়ার রাউন্ড চলছিল। সঞ্চালক করণ জোহর বলেন, “আমি কিছু শব্দ বলব, তাতে তোমার যার কথা মনে আসে তার নাম বলবে।” রাজি হন ইমরান। করণ যেই না প্লাস্টিক শব্দটি উচ্চারণ করেন, ইমরান সঙ্গে সঙ্গে বলেন ওঠেন, ‘ঐশ্বর্য’। এই বিতর্কের রেশ বহুদিন চলেছিল।

[আরও পড়ুন: ‘হাই বাবলি…’, বুদ্ধদেব গুহর চরিত্রকে খোলা চিঠি শুভশ্রীর, রাজ-আবিরকে কী বললেন? ]

এখন আবার সেই প্রসঙ্গ ওঠে এক বিনোদনভিত্তিক চ্যানেলের সাক্ষাৎকারে। সেখানে নিজের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর প্রচারের জন্য গিয়েছিলেন ইমরান। তা নিয়েই সাক্ষাৎকারটি দিচ্ছিলেন। পুরনো প্রসঙ্গ উঠতেই অভিনেতা বলেন, “শোটাইমে আমি এক কাল্পনিক চরিত্রে অভিনয় করছি, যে অপ্রিয় ও বেফাঁস মন্তব্য করে ফেলে। আর যে শোয়ের (কফি উইথ করণ) কথা আপনি (প্রশ্নকর্তাকে উদ্দেশ করে) বলছেন তার কথা যদি এখন বলতে হয়, তাহলে বলব, ওই বেফাঁস মন্তব্যের ধাক্কা আমাকে অনেক সময় ধরে সামলাতে হয়েছে।”

Emraan

এর আগেও এই প্রসঙ্গে কথা বলেছিলেন ইমরান। সেই সময় তারকা জানিয়েছিলেন, ঐশ্বর্যকে তিনি খুবই পছন্দ করেন। সেই সময় করণের শোয়ের কফি হ্যাম্পার জেতার তাগিদেই মন্তব্যটি করে ফেলেছিলেন। কিন্তু তাঁর মনে ঐশ্বর্যর প্রতি কোনও বিরূপ ভাবনা নেই।

[আরও পড়ুন: ফের ক্যানসারের মারণ কোপ, কেমন আছেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement