Advertisement
Advertisement

Breaking News

Emmy Awards 2023

এমি অ্যাওয়ার্ডস হাতছাড়া শেফালি, জিম সর্ভের, বিদেশের মাটিতে মুখ রাখলেন বীর দাস ও একতা কাপুর

কীসের জন্য পুরস্কার পেলেন বীর দাস ও একতা কাপুর?

international Emmy Awards 2023: Shefali Shah Loses Best Actress Award To Karla Souza| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 21, 2023 11:10 am
  • Updated:November 21, 2023 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমি পুরস্কার হাতছাড়া হল বলিউড অভিনেত্রী শেফালি শাহর। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম সিজন ২’ -এর জন্য় এমিতে মনোনয়ন পেয়েছিলেন শেফালি। তবে মেক্সিকান অবিনেত্রী কার্লা সুজার কাছে হার মারলেন বলিউডের শেফালি। অন্যদিকে, অনেক আশা জাগিয়েও এমি ফলকে গেল অভিনেতা জিম সর্ভের হাত থেকে। ‘রকেট বয়েজ’ ছবির জন্যই মনোনীত হয়েছিলেন জিম। তবে মার্কিন অভিনেতা মার্টিন ফ্রিম্যান ছিনিয়ে নিলেন এই পুরস্কার। এবারের মতো এমিতে সেরা অভিনেতার খেতাব জেতা হল না ভারতীয় কোনও অভিনেতার।

এমিতে পুরস্কার না জিতলেও, ‘দিল্লি ক্রাইম’ সিরিজের দুটি সিজনেই অভিনয় করে নজর কেড়েছিলেন শেফালি শাহ। ডিসিপি ভর্তিকা চতুর্বেদীর চরিত্রে দেখা গিয়েছিল শেফালিকে। শুধু তাই নয়, ২০১২ সালে দিল্লি ক্রাইমের প্রথম সিজন প্রথম ভারতীয় ওয়েব সিরিজ, যা আন্তর্জাতিক এমি পুরস্কার জিতে নিয়েছিল। অন্যদিকে, ‘রকেট বয়েজ’-এ জিমকে দেখা গিয়েছে ভারতের পারমাণবিক কর্মসূচির পিতা ওরফে পারমাণবিক পদার্থবিদ হোমি ভাভার ভূমিকায়। ছবিটিও প্রশংসিত হয় নানা মহলে।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনি মারা গেলে এই লোকগুলোই…’, ফাইনালে ব্রাত্য কপিলকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা]

তবে এদেশের হয়ে মুখ উজ্জ্বল করলেন টেলিসোপ ক্যুইন একতা কাপুর। ভারতীয় টেলিভিশনে তাঁর অবদানের জন্য় এমিতে বিশেষ সম্মান পেলেন প্রযোজক একতা। অন্যদিকে, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্ট্যান্ডআপ কমেডি শো ‘ল্যান্ডিং’-এর জন্য় সেরা কমেডিয়ানের পুরস্কার জিতে নিলেন বীর দাস।

[আরও পড়ুন: এও তো দুর্গা! শুটিংয়ের ফাঁকে তরুণীর হাতে চা খেয়ে মুগ্ধ স্বস্তিকা, যেচে তুললেন ছবি ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement