সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের মঞ্চে পোশাক বিভ্রাটের শিকার অভিনেত্রী এমা স্টোন (Emma Stone)। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। সেই পুরস্কার নিতে গিয়েই বিপত্তি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও। আর তা ঘিরেই তুমুল হইচই।
এই নিয়ে দ্বিতীয়বার সোনার পুতুল হাতে পেলেন এমা। ২০১৬ সালে প্রথম অস্কার পেয়েছিলেন তিনি। ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন হলিউড তারকা। দ্বিতীয় অস্কারটি পেলেন তার পাঁচ বছরের মাথায়। এবারও সেরা অভিনেত্রীর পুরস্কারই পেলেন ‘পুওর থিংস’ সিনেমার জন্য। মঞ্চে সোনার পুতুল হাতে বক্তব্য রাখার সময়ই নিজের পোশাক বিভ্রাটের কথাটি জানান এমা। উপস্থিত অতিথিদের বলেন, “প্লিজ আমার পোশাকের পিছনের দিকটা দেখবেন না।”
৯৬তম অস্কারে (Oscar 2024) লুই ভিত্তোঁর গাউন পরেছিলেন এমা। বেশ দামি তাঁর পোশাক। যার পিছনের চেন খুলে এই বিপত্তি। আর তার জন্য অভিনেত্রী পুরস্কার হাতে নিয়েও বিড়ম্বনায় পড়েছিলেন। যদিও পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন এমা। নিজের পুরস্কারের জন্য ছবির কলাকুশলীদের পাশাপাশি স্বামী ডেভ ও একমাত্র সন্তানকে ধন্যবাদ তিনি।
“I love you bigger than the whole sky, my girl.” What a beautiful speech Emma Stone.
#Oscars pic.twitter.com/TR5qmlsEhG
— Prayag (@theprayagtiwari) March 11, 2024
প্রসঙ্গত, শুধু এমা নয়, অস্কারে অভিনেত্রী লিজা কোশিকেও বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। লাল গাউনে রেড কার্পেটে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি। সেই ভিডিও-ও সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
Liza Koshy stuns in red dress at The Oscars 2024
#Oscars #Oscars2024 pic.twitter.com/Y1Xlnowt8A— joe (@vetoedjoe) March 10, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.