Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত ‘বেবিদা’, প্রবাদপ্রতিম অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন সঙ্গীত জগৎ

স্মৃতিকথা শোনালেন মনোময় ভট্টাচার্য।

Eminent musician, composer and arranger Pratap Roy passes away
Published by: Suparna Majumder
  • Posted:September 1, 2024 1:41 pm
  • Updated:September 1, 2024 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি যে জলসাঘরে’ কিংবা ‘রিম ঝিম ঘিরে সাওয়ান’, তাঁর আঙুলের ছোঁয়ায় প্রত্যেক সুরে প্রাণের সঞ্চার হত। বাংলা সঙ্গীতজগতের কাছে তিনি পরিচিত ‘বেবিদা’ নামেই। প্রয়াত সেই প্রবাদপ্রতিম অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায়। জানা গিয়েছে, রবিবার সকালেই তাঁর জীবনাবসান হয়েছে। শিল্পীর মৃত্যুতে শোকাচ্ছন্ন সঙ্গীতজগৎ।

জানা গিয়েছে, পড়ে গিয়ে চোট পেয়েছিলেন শিল্পী। তার পর থেকেই অসুস্থ ছিলেন। তাঁকে সুস্থ করে তোলার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হয়। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্রদের বড় ভরসা ছিলেন প্রতাপ রায়। পিয়ানো অ্যাকর্ডিয়ানের ‘প্রবাদপুরুষ’ বলাই যায় তাঁকে। বলতেন, “আমি প্রতাপ রায় হয়ে প্রতাপ দেখাতে চাই না, অবশ্য বেবি হয়েও ছাগলে মুড়িয়ে যাক সেটা চাই না।” 

Advertisement

[আরও পড়ুন: বিচারের জন্য বন্দুক হাতে রুক্মিণী! ‘টেক্কা’ রহস্য ভেদ করলেন দেব]

সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্যর কথায়, “বেবিদার সঙ্গে বহুদিনের সম্পর্ক আমার। আমি যখন কেরিয়ার শুরু করি আজ থেকে ২৭ বছর আগে তিনি আমাকে, আসলে শুধু আমাকে নয় অনেক জুনিয়র শিল্পীকে তিনি উৎসাহ দিতেন নানাভাবে। যখন গান ডাব করতেও গিয়েছি উনি সাহায্য করেছেন। “

শিল্পী বলেন, “একজন দক্ষ সঙ্গীতশিল্পী ছিলেন এটা বললে হয়তো মানুষের তকমা পড়ে যায় গায়ক বা যন্ত্রশিল্পী হিসেবে। কিন্তু বেবিদা একজন অসাধারণ মানুষ ছিলেন। যেটা সবথেকে বেশি ভালো লাগার, একজন শিক্ষিত সঙ্গীতশিল্পী। সবদিক থেকেই খুব সাহায্য করতেন। সত্যি কথা বলতে কী খুব কাছের মানুষ মনে হত তাঁকে, যে মানুষটাকে মনের কাছাকাছি রাখা যায়। আমরা অনেক সময় এটা বলেই থাকি যে মানুষটা বড় ভালো। তবে বেবিদার ক্ষেত্রে একেবারে মন থেকে বলছি মানুষটি বড় ভালো ছিলেন। আমাদের মাথার উপর তাঁর হাত থাকাটাই ছিল বড় পাওয়া।” 

[আরও পড়ুন: ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত Horoscope: প্রলোভনে পা দেবেন না, ভালো-মন্দ কীসে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement