Advertisement
Advertisement

Breaking News

Manoj Mitra

হাসপাতালে মনোজ মিত্র, কী হয়েছে অভিনেতার?

আপাতত চিকিৎসকের কড়া নজরে রয়েছেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা।

Eminent Actor Manoj Mitra Hospitalised| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 20, 2024 1:43 pm
  • Updated:February 20, 2024 6:27 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র। সোমবার তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে। জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছে মনোজ মিত্রর (Manoj Mitra)। চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন তিনি।

বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র। তবে শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সবেতেই তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়। তবে শুধু অভিনেতা নয়, কলমের জোরও রয়েছে তাঁর। ৮৫ বছর বয়সেও সমান তালে লেখা লেখি করে যাচ্ছেন। তবে অভিনেতাকে আপাতত সিনে পর্দা থেকে দূরেই রয়েছেন। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে দর্শকদের।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

প্রসঙ্গত, কয়েক বছর আগে যতীন দাস রোডের বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছিলেন মনোজ মিত্র। ২০১৮ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ঘর থেকে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল। বিগত ৬০ বছর ধরে ওই বাড়িতে ঘরভাড়া ছিলেন মনোজ। 

[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement