সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের বিষ নিয়ে পার্টি করেও রাজস্থান পুলিশের হাত থেকে রেহাই পেলেন এলভিশ যাদব। ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় মরশুমের বিজেতা হিসেবে এলভিশ যাদব (Elvish Yadav) বর্তমানে বেশ পরিচিত নাম। খোদ আলিয়া ভাটও ‘বিগ বস’-এর এই প্রতিযোগীর সমর্থনে সুর চড়িয়েছিলেন। এবার সেই ‘নতুন সেলেব্রিটি’কেই রাজস্থান পুলিশ আটক করেছিল সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগে। তবে নয়ডা পুলিশের থেকে ছাড়পত্র পেয়েই ছাড়া পেলেন এলভিশ। এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যাঙ্কোয়েটে রেড চালিয়েছিল পুলিশ। সেখানেই স্বল্পবসনা মহিলাদের নিয়ে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করছিলেন এলভিশ যাদব। সেই পার্টি থেকেই উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ। যেখানে পার্টি হচ্ছিল, সেখানে তল্লাশি চালিয়ে পাঁচটি গোখরো, একটি অজগর সাপ-সহ বেশ কয়েকটি বিষধর সাপও উদ্ধারও হয়েছে। ঘটনাস্থলেই এলভিশের ঘনিষ্ঠ ৫ জনকে আটক করেছে নয়ডা পুলিশ। তবে এলভিশ নিজে সেই পার্টিতে উপস্থিত ছিলেন না। এখানেই শেষ নয়!
উল্লেখ্য, ‘বিগ বস ওটিটি’ বিজেতা উপস্থিত না থাকলেও গৌরব গুপ্ত নামে জনৈক পশু কল্যাণ আধিকারিক এলভিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ, বিদেশি মহিলাদের সাপের বিষ ও মাদক বিক্রি করতেন তিনি। এরপর এলভিশ যাদবের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি সাংসদ মানেকা গান্ধীও (BJP MP Maneka Gandhi)। বন্যপ্রাণ রক্ষা সংক্রান্ত অপরাধের জন্য ‘বিগ বস’ বিজয়ীর ৭ বছরের জেল দাবি করেন তিনি। সেই খবর সংবাদের শিরোনামে আসতেই বিপাকে পড়তে হয় এলভিশকে। এবার তিনি BJP সাংসদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.