সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃষ্টিশক্তি হারিয়েছেন এলটন জন (Elton John)। প্রবাদপ্রতিম শিল্পী নিজেই জানিয়েছেন এই কথা। তাঁর লেখা গানে সাজানো মিউজিক্যাল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র স্পেশাল শো ছিল। সেখানেই এলটন জানান, এত সুন্দর শো তিনি চোখে দেখতে পারলেন না। কারণ ইনফেকশনের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
১৯৪৭ সালে ২৫ মার্চ ব্রিটেনে জন্ম এলটন জনের। জন্মসূত্রে তাঁর নাম রেজিনাল্ড কেনেথ ডোয়াইট। পরে নাম পরিবর্তন হয়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল এলটনের। মাত্র ১৭ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেন গানের জগতে নিজের নাম করবেন বলে। যা ভেবেছিলেন তাই-ই করেছেন এলটন জন। সময়ের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে তাঁর লেখা, সুর করা গানের খ্যাতি ছড়িয়ে পড়ে। ‘স্যর’ উপাধিও পান শিল্পী। পিয়ানোতে যখন তিনি ঝড় তোলেন, শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন।
সাতের দশকে এলটনের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে আমূল পরিবর্তন আসে। একদিকে তিনি তুমুল জনপ্রিয়তা পাচ্ছিলেন, অন্যদিকে ব্রিটেনের জন রেইডের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ১৯৭৬ সালে ‘রোলিং স্টোন’ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে উভকামী হিসেবে ঘোষণা করেন প্রবাদপ্রতিম শিল্পী। ১৯৮৪ সালে জার্মান রেকর্ডিং ইঞ্জিনিয়ার রেনেটকে বিয়ে করেন এলটন। চার বছর বাদে দুজনের বিচ্ছেদ হয়। নয়ের দশকে পরিচালক-প্রযোজক ডেভিড ফার্নিশের সঙ্গে সম্পর্কে জড়ান কিংবদন্তি শিল্পী। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। এলটনের জীবন অবলম্বনেই তৈরি হয়েছিল ‘রকেটম্যান’ সিনেমা।
গত সেপ্টেম্বরে এলটন জন নিজের চোখের সমস্যার কথা জানান। সেই সময় তিনি জানিয়েছিলেন, জুলাই মাসে ফ্রান্সে থাকাকালীন তাঁর চোখে সিভিয়ার ইনফেকশন হয়। তাতেই ডান চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে আর বাম চোখে খুবই সামান্য দেখতে পাচ্ছেন। জন জানান, এর চিকিৎসা দীর্ঘমেয়াদি। খুব আস্তে আস্তে ফল পাচ্ছেন তিনি। দক্ষ চিকিৎসকরা খেয়াল রাখছেন। তাই জনের আশা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে নিজের দেখার শক্তি ফিরে পাবেন। কিন্তু তা হয়নি। এবার ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র স্পেশাল শোয়ে গিয়ে দর্শকদের তিনি জানালেন, নিজের লেখা গানের মিউজিক্যাল তিনি দেখতে পারেননি। কারণ দেখার শক্তি হারিয়েছেন। তবে শোয়ের গান শুনে তাঁর খুব ভালো লেগেছে বলে জানান কিংবদন্তি শিল্পী। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য স্বামী ডেভিডকে ধন্যবাদও দেন তিনি।
Sir Elton John tells fans ‘I’ve lost my eyesight’ pic.twitter.com/8ilwH6Gqq3
— The Sun (@TheSun) December 2, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.