Advertisement
Advertisement
Ekta Kapoor

ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে

২০১৯ সালে একতার প্রথম সন্তানের জন্ম হয়।

Ekta Kapoor Is Going To Welcome Second Child Via Surrogacy? here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:May 10, 2024 9:17 pm
  • Updated:May 11, 2024 12:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের ‘ক্যুইন’ প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। এমন জল্পনাতেই সরগরম মুম্বইয়ের টিনসেল টাউন। শোনা যাচ্ছে, এবারও সারোগেসির মাধ্যমে সন্তান পেতে চলেছেন জিতেন্দ্রকন্যা। খুব শিগগিরিই নাকি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হবে।

Ekta-son

Advertisement

সুপারস্টার জিতেন্দ্রর মেয়ে হলেও অভিনয়ের পথে কখনও যাননি একতা। মাত্র সতেরো বছর বয়সে তিনি কেরিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে। তার পর বাবার আর্থিক সাহায্যে ‘বালাজি টেলিফিল্মস’ নামের প্রযোজনা সংস্থা খুলে ফেলেন একতা। তাঁর প্রযোজনায় তৈরি প্রথম কয়েকটি সিরিয়াল তেমন ভালো চলেনি। ভাগ্য ফেরে কমেডি ধারাবাহিক ‘হাম পাঁচ’-এর মাধ্যমে। এই ধারাবাহিকে বেশ কয়েকদিন অভিনয় করেছিলেন বিদ্যা বালান।

[আরও পড়ুন: ছবির দৃশ্য ফাঁস! টোটার কাজে ক্ষিপ্ত রাজা চন্দ, করণ জোহরকে নালিশ পরিচালকের]

২০০০ সাল থেকে একতার ‘K’ সিরিজ শুরু হয়। এই শব্দটিকে খুবই লাকি মনে করেন তিনি। তাই নিজের প্রত্যেক ধারাবাহিকের নাম ‘K’ দিয়েই রাখতে শুরু করেন। ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কসম সে’র মতো জনপ্রিয় সিরিয়াল দর্শকদের দিয়েছেন একতা। পেয়েছেন ‘টেলিভিশন ক্যুইন’-এর তকমা।

Ekta Kapoor
সিনেমার প্রযোজনাতেও সাফল্য পেয়েছেন একতা। তাঁর শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ সমালোচকদের প্রশংসা পেয়েছে। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের মা হন একতা। ছেলের নাম রাখেন রবি। এবার খবর, নিজের পাঁচ বছরের ছেলের জন্য ভাই বা বোন চান তিনি। ভাই তুষার কাপুরের সঙ্গে তাঁর যেমন সম্পর্ক। তেমনই এক সম্পর্ক রবিকে দিতে চান। সেই কারণেই নাকি দ্বিতীয় সন্তানের কথা ভাবেন। প্রসঙ্গত, একতার আগে সারোগেসির সাহায্য নিয়ে সন্তানের বাবা হয়েছেন তুষার। ২০১৬ সালে জুন মাসে তাঁর ছেলে লক্ষ্যর জন্ম হয়।

[আরও পড়ুন: ফের শেক্সপিয়রের গল্পে অভিনয় অনির্বাণের! টলিউডের ‘রোমিও-জুলিয়েট’ কারা?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement