সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের ‘ক্যুইন’ প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। এমন জল্পনাতেই সরগরম মুম্বইয়ের টিনসেল টাউন। শোনা যাচ্ছে, এবারও সারোগেসির মাধ্যমে সন্তান পেতে চলেছেন জিতেন্দ্রকন্যা। খুব শিগগিরিই নাকি তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হবে।
সুপারস্টার জিতেন্দ্রর মেয়ে হলেও অভিনয়ের পথে কখনও যাননি একতা। মাত্র সতেরো বছর বয়সে তিনি কেরিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে। তার পর বাবার আর্থিক সাহায্যে ‘বালাজি টেলিফিল্মস’ নামের প্রযোজনা সংস্থা খুলে ফেলেন একতা। তাঁর প্রযোজনায় তৈরি প্রথম কয়েকটি সিরিয়াল তেমন ভালো চলেনি। ভাগ্য ফেরে কমেডি ধারাবাহিক ‘হাম পাঁচ’-এর মাধ্যমে। এই ধারাবাহিকে বেশ কয়েকদিন অভিনয় করেছিলেন বিদ্যা বালান।
২০০০ সাল থেকে একতার ‘K’ সিরিজ শুরু হয়। এই শব্দটিকে খুবই লাকি মনে করেন তিনি। তাই নিজের প্রত্যেক ধারাবাহিকের নাম ‘K’ দিয়েই রাখতে শুরু করেন। ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কসম সে’র মতো জনপ্রিয় সিরিয়াল দর্শকদের দিয়েছেন একতা। পেয়েছেন ‘টেলিভিশন ক্যুইন’-এর তকমা।
সিনেমার প্রযোজনাতেও সাফল্য পেয়েছেন একতা। তাঁর শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’ সমালোচকদের প্রশংসা পেয়েছে। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের মা হন একতা। ছেলের নাম রাখেন রবি। এবার খবর, নিজের পাঁচ বছরের ছেলের জন্য ভাই বা বোন চান তিনি। ভাই তুষার কাপুরের সঙ্গে তাঁর যেমন সম্পর্ক। তেমনই এক সম্পর্ক রবিকে দিতে চান। সেই কারণেই নাকি দ্বিতীয় সন্তানের কথা ভাবেন। প্রসঙ্গত, একতার আগে সারোগেসির সাহায্য নিয়ে সন্তানের বাবা হয়েছেন তুষার। ২০১৬ সালে জুন মাসে তাঁর ছেলে লক্ষ্যর জন্ম হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.