Advertisement
Advertisement

Breaking News

Ekenbabu

এবার বাপি-প্রমথকে নিয়ে কাশীধামে রহস্যভেদ একেনবাবুর! ‘বেনারসে বিভীষিকা’র টিজারে কোন চমক?

আগামী ১৬ মে বড়পর্দায় আসছে একেনবাবু সিরিজের নতুন ছবি।

Ekenbabu is coming to solve the mystery with Bapi-Pramatha! What surprises are there in the teaser ..

ছবি ফাইল

Published by: Manasi Nath
  • Posted:April 19, 2025 9:51 pm
  • Updated:April 19, 2025 9:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই জানা গিয়েছিল একেনবাবু আবার সদলবলে বড় পর্দায় ফিরছেন। এবার স্থির হয়ে গেল দিনক্ষণ। প্রকাশ্যে এল একেন সিরিজের নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’র টিজার। রহস্যের সমাধানে বাপি ও প্রমথকে নিয়ে একেনবাবু পৌঁছে গিয়েছেন এক্কেবারে কাশীধামে।‌

ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। ‘বাপি’ ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, ‘প্রমথ’ ওরফে সোমক ঘোষ ও ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী বেনারস থেকে ফিরেছেন শুটিং সেরে। সঙ্গে এনেছেন ছবির টিজারও! ছবির প্রথম ঝলক বলছে নতুন রহস্য আরও বেশি জটিল হতে চলেছে। টিজারের শুরুতেই একেন ওরফে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে চমক দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বেনারসের প্রেক্ষাপটে টিজারের ঝলক দর্শক অনুরাগীদের নজর কাড়বেই।টিজারের শুরুতেই দেখা যাচ্ছে হরগৌরী ঘাট, গঙ্গা আরতি। বেনারসের অলিগলির ছবি ফুটে উঠেছে টিজারের মাধ্যমে। প্রতিবারের মতোই শুধু রহস্য উন্মোচন নয়, থাকবে একেনবাবুর মারাত্মক পাঞ্চলাইনও। সব মিলিয়ে বেনারস জমজমাট হতে চলেছে একেনবাবুর উপস্থিতিতে।

Advertisement

 

এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়,ঋষভ বসু সহ আরও অনেকে। হইচই স্টুডিওজ প্রযোজিত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি আগামী ১৬ মে বড়পর্দায় মুক্তি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement