সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই ইম্পা ও ইউফোর উদ্য়োগে বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশনের দাম এক লাফে কমেছে এক তৃতীয়াংশ। এবার ইউফোর পাশাপাশি এই উদ্য়োগে শামিল হল প্রযোজক সংস্থা এসভিএফের ডিজিটাল প্রোজেকশন ‘কিউব’। ‘ইউফো’র মতোই সিনেমা হলে বাংলা ছবির প্রদর্শনের জন্য দাম কমাল এই সংস্থা।
ইম্পা ও কিউবের তরফ থেকে জানানো হয়েছে, প্রত্যকটি শোয়ে প্রদর্শন খরচ ৩০০ টাকা। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে থাকবে একই চার্জ। তৃতীয় সপ্তাহে তা কমে হবে ১৫০ টাকা প্রতি শো। আর চতুর্থ সপ্তাহে লাগবে না কোনও চার্জ। এর সঙ্গে অবশ্যই যোগ হবে জিএসটি।
গত সপ্তাহে ইম্পার তরফ থেকে জানানো হয়েছিল, যেখানে হিন্দি এবং অন্যান্য ভাষার ছবি এত দিন পশ্চিমবঙ্গে ৭ দিন সিনেমা হলে দেখানোর জন্য সাড়ে ৫ হাজার টাকা খরচ হত। সেখানে বাংলা ছবিকে সেই জায়গায় দিতে হত ৭ হাজার টাকা। সুতরাং খরচ দাঁড়াত প্রতিদিন হাজার টাকা। ইম্পার উদ্যোগে সেই খরচই এবার কমতে চলেছে।
ইম্পার এমন উদ্য়োগে স্বাভাবিকভাবেই খুশি টলিউডের প্রযোজক, পরিচালকরা। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল পরিচালক অতনু ঘোষের সঙ্গে। তাঁর কথায়, ”অবশ্যই বাংলা সিনেমার জন্য এটা সুখবর। এই ধরনের উদ্যোগে যেকোনও আঞ্চলিক ছবিই উপকৃত হবে। তবে আমার মনে হয়, এর সঙ্গে মাল্টিপ্লেক্সের চড়া টিকিটের দামটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।” পরিচালক অনীক দত্ত ‘অপরাজিতা’ ছবির প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, ”খুবই সাধু উদ্য়োগ। বাংলা সিনেমার সত্যিই খুব উপকার হবে। অন্যভাষার সঙ্গে বক্স অফিসের লড়াইটা একটু সহজ হবে। ”
ইম্পার এই উদ্যোগ নিয়ে প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ার লম্বা পোস্টে লিখেছিলেন, ”প্রিয় শ্রীকান্তদা ও মনিদা, নিশ্চয় খবর পেয়েছ EIMPA-এর উদ্যোগে UFO বাংলা সিনেমার জন্য Digital Projection Charge একলাফে 1/3rd কমিয়ে দিয়েছে। এতদিন digital projection-এ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলা সিনেমার প্রযোজকদের সবচেয়ে বেশি টাকা দিতে হতো, হিন্দি সিনেমা বা অন্যান্য রিজিওনাল সিনেমার থেকে অনেক বেশি। কলকাতার যেকোন সিনেমা হলে হিন্দি বা দক্ষিণী সিনেমার Digital Charge যা দিতে হয় বাংলা সিনেমার মত ধুঁকতে থাকা একটি ইন্ডাস্ট্রির জন্য টাকা কেন বেশি দিতে হবে সেই নিয়ে অনেক আন্দোলন হয়েছে। আমরাও অনেক চেষ্টা করেছি যাতে এই Charge কমানো হয়, কিন্তু এতদিন হয়নি। রানা সরকারের সেই কথাই যেন সত্যি হল। ইউফোর পাশাপাশি এবার এগিয়ে এল এসভিএফের ‘কিউব’ও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.