Advertisement
Advertisement

Breaking News

Effigy of Shah Rukh Khan was burnt in Indore

‘পাঠান’ বয়কটের ডাক, শাহরুখের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের

বিতর্কের মাঝেও ইউটিউবে 'বেশরম রং' গানটির ভিউ বাড়ছে হু হু করে। 

Effigy of Shah Rukh Khan was burnt in Indore । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2022 10:59 am
  • Updated:December 15, 2022 10:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের পাঠান ছবির ‘বেশরম রং’ গান মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবে এখনও জিইয়ে রয়েছে আন্দোলনের আঁচ। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তাঁরা।

‘পাঠান’ (Pathaan) ছবির প্রথম গান প্রকাশ্যে আসবে। নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার অনুরাগীরা। সেই অপেক্ষার ঘটিয়ে গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

Advertisement

[আরও পড়ুন: অমিতাভ-শাহরুখ-অরিজিৎ-সৌরভ, আজ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট]

‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে। 

[আরও পড়ুন: শ্রদ্ধার গালে উড়ে এল রণবীরের চুমু! নতুন ছবির টিজারে চমক বলিউডের নতুন জুটির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement