সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এড শিরানের (Ed Sheeran) ‘পাখির চোখ’ বর্তমানে ভারত। কারণ গত বছর মার্চ মাসে মুম্বইয়ে এসেই ব্রিটিশ পপস্টার জানিয়েছিলেন, “ভারতে আমার গানের জনপ্রিয়তা মারাত্মক। এখানেই আমার সবথেকে বড় বাজার।” শিরানের সেই উপলব্ধি নতুন বছরের শুরুতেই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। এবছর মিউজিক্যাল ট্যুরে এসে একের পর এক রঙিন মুহূর্ত তৈরি করেছেন শিরান। কখনও শিলংয়ে জন আব্রাহামের সঙ্গে আড্ডা কখনও কলকাতা নেমেই জিয়াগঞ্জে ছুটে গিয়ে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেদার আড্ডা, গঙ্গাবক্ষে হাওয়া খাওয়া থেকে রাতভর স্কুটিতে চড়ে মুর্শিদাবাদের অলি-গলি ঘোরা, আবার কখনও বা রবিবাসরীয় ছুটির মেজাজে বেঙ্গালুরুর রাস্তায় গিটার হাতে গান ধরা। বিগত কয়েকদিনে চর্চার শিরোনামে থেকেছেন ব্রিটিশ পপস্টার। এবার দিল্লিতে কনসার্ট করতে গিয়েও তিনি যা করলেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত রাতারাতি ভাইরাল।
ভ্যালেন্টাইনস ডে-র পরদিন ১৫ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। উন্মত্ত অনুরাগীদের ভিড়ে তখন মঞ্চে জমজমাট পারফরম্যান্স চালিয়ে যাচ্ছেন পপ শিল্পী। আচমকাই ভিড়ের মধ্যে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়ে যায়। ‘পাওয়ার প্যাকড’ পারফরম্যান্সের মাঝেও সেটা নজর এড়ায়নি শিরানের। তৎক্ষণাৎ গান থামিয়ে খোঁজ নেন। শুধু তাই নয়, উদ্যোক্তাদের কাছে অনুরোধ জানান, অজ্ঞান হয়ে যাওয়া অনুরাগীকে সাহায্য করার জন্য। দর্শকদের কাছেও আর্জি রাখেন, তাঁরা যেন সরে গিয়ে ওই ব্যক্তিকে দ্রুত সেখান থেকে বেরনোর রাস্তা করে দেন। সেই ব্যক্তি যথাস্থানে পৌঁছনোর পরই ফের কনসার্ট শুরু করেন এড শিরান। ঠিক যেখানে গান ছেড়েছিলেন সেখান থেকেই ধরলেন। আর উপস্থিত শ্রোতা-অনুরাগীদের তখন কী উল্লাস! শিরানের এহেন আচরণে মুগ্ধ সকলে। সেই মুহূর্তও আপাতত ভাইরাল।
দিল্লির কনসার্টে আরেকটি কাণ্ড ঘটান ব্রিটিশ পপস্টার। যা দেখে দেশের ক্রীড়াপ্রেমীরা উত্তেজনায় ফুটছেন। শোয়ের মাঝেই ভারতীয় ক্রিকেট টিমের ‘ড্রিম ইলেভেন’ জার্সি গায়ে গলান। তারপর আবার গান ধরেন। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও আপাতত দেদার গতিতে ভাইরাল। নতুন বছরে ভারতে এসে যে এড শিরান এবার বেশ রঙিন মিউজিক্যাল ট্যুর করে গেলেন, তা বলাই বাহুল্য। দিল্লির কনসার্ট দিয়েই শেষ হল তাঁর এবারের ভারত ‘ম্যাথেমেটিকস ট্যুর’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.