Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

কী করে জানলেন রিয়া চক্রবর্তীই টাকা সরিয়েছেন? ইডির প্রশ্নের মুখে সুশান্তের বাবা

"সুশান্ত খুন হয়েছে বললে মুশকিল আছে!", হুমকি ফোন পাচ্ছেন অভিনেতার বন্ধু।

ED records statement of the Sushant’s father KK Singh in Delhi
Published by: Sandipta Bhanja
  • Posted:August 18, 2020 12:41 pm
  • Updated:August 18, 2020 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী করে জানলেন যে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর পরিবারই সুশান্তের টাকা নয়ছয় করেছে? ইডির প্রশ্নের মুখে এবার সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং। সূত্রের খবর, দিল্লিতে চার ঘণ্টা ধরে ইডি’র (Enforcement Directorate) আধিকারিকেরা সুশান্ততের বাবাকে জিজ্ঞাসাবাদ করে।

গত মাসেই সুশান্তের বাবা পাটনার রাজীবনগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রিয়া এবং তাঁর পরিবার সুশান্তের (Sushant Singh Rajput) টাকা আত্মসাৎ করে তাঁকে নিজের পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এমনকী মোটা অঙ্কের টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে সরিয়েও নিয়েছেন। ১৫ কোটি টাকার হিসেবে গরমিল পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন কেকে সিং। যার জেরে ইডির তরফেও মামলা দায়ের করা হয়েছিল রিয়া এবং তাঁর পরিবারের ৫ সদস্যের নামে। এবার তার রেশ ধরেই ইডির প্রশ্নের মুখে সুশান্তের বাবা। ছেলের সঙ্গে দীর্ঘদিন কথা না হওয়া সত্ত্বেও কী করে তিনি জানলেন যে সুশান্তের ব্যংক অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা তোলা হয়েছে? যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখতেই ইডি দিল্লিতে কেকে সিংকে জিজ্ঞাসাবাদ করে।

Advertisement

[আরও পড়ুন: মানবসেবায় জ্যাকলিন, করোনা আবহে মহারাষ্ট্রের দু’টি গ্রাম দত্তক নিলেন অভিনেত্রী]

প্রসঙ্গত, অভিনেতার বাবার শারীরিক অবস্থা ভাল না থাকায়, তিনি বর্তমানে মেয়ের কাছে দিল্লিতেই রয়েছেন। আর তাই সেখানেই জেরা করা হয় কেকে সিংকে, বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে সুশান্তের দিদি মিতু সিংকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে ইডি। সেদিক থেকে এই মামলায় অভিনেতার পরিবারের তরফে দ্বিতীয় কাউকে এবার জেরা করা হল। সুশান্তের বাবার বয়ানকে সংশ্লিষ্ট বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ইডি’র আধিকারিকরা। সূত্রের খবর, সুশান্তের মোবাইল ফোনও নাকি এবার সিবিআই চাইছে। তার সূত্র ধরেই রহস্যের কিণারা করা যেতে পারে বলে মনে করছেন তাঁরা। যার জন্যে মুম্বই পুলিশকে চিঠিও দিতে তলেছেন বলে জানা গিয়েছে। 

অন্যদিকে, সুশান্তের বন্ধু গণেশের অভিযোগ, “কিছুদিন আগেই আমার বাড়িতে মধ্যরাতে অজ্ঞাতপরিচয় তিন-চার ব্যক্তি আসেন। আমাকে হুমকি দিয়েছে, সুশান্ত আত্মহত্যা করেছে বলতেই হবে। নইলে আমারও ক্ষতি হতে পারে।” কারণ দিন কয়েক আগেই তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, “সুশান্তকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।” মুম্বই পুলিশ জানিয়েও যে কোনও লাভ হয়নি, সেকথাও জানান তিনি।

[আরও পড়ুন: মুক্তির আগেই ‘ফ্লপ’ মহেশ ভাটের ‘সড়ক ২’! অপছন্দের তালিকায় বিশ্বরেকর্ড গড়ল ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement