Advertisement
Advertisement
Arijit Singh

ইকো পার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের লাইভ শো, জল্পনা তুঙ্গে

নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি শো'টি হওয়ার কথা।

Eco Park may no be the venue of Arijit Singh's live show | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 28, 2022 1:05 pm
  • Updated:December 28, 2022 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইকো পার্কে আদৌ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) লাইভ শো হবে তো? এই প্রশ্ন এখন অনুরাগী মহলে। জল্পনা, ইকো পার্কে (Eco Park) শিল্পীর লাইভ শো করার অনুমতি দেওয়া হয়নি। তাই এখন অন্য জায়গা খুঁজছেন উদ্যোক্তারা।

Arijit Singh

Advertisement

নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংয়ের লাইভ শো হওয়ার কথা। তার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পঞ্চাশ থেকে ষাট হাজার টাকারও টিকিট বিক্রি হয়েছে বলে খবর। আর তা নাকি অনেকেই কিনেছেন। কিন্তু এবার শোনা যাচ্ছে, ইকো পার্কে অনুষ্ঠানটি নাও হতে পারে। কিন্তু তিন মাস আগেই নাকি শোয়ের ভেনু ঠিক হয়ে গিয়েছিল। তাহলে কী হল? শোনা যাচ্ছে, অরিজিতের ইকো পার্কে শো করা নিয়ে আপত্তি রয়েছে হিডকোর। এর কারণ হিসেবে জানানো হয়েছে, অরিজিতের অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় হবে। এতে পার্কের গাছগাছালির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই উদ্যোক্তাদের অন্য জায়গা খুঁজতে বলা হয়েছে।

[আরও পড়ুন: ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মায়ের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন তুনিশা?]

জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি।

Arijit-Song-1

শোনা যাচ্ছে, হিডকোর সিদ্ধান্তের পর বিকল্প জায়গার খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শোয়ার উদ্যোক্তরা। তাঁদের বিশ্বাস, শো যেখানেই হোক অরিজিতের সুরের টানে অনুরাগীরা সেখানেই এসে উপস্থিত হবেন। এদিকে ২০২৩ সালের ২০ জানুয়ারি ইকো পার্কেই সলমন খানের (Salman Khan) শো হওয়ার কথা। সেই শোয়ের ভবিষ্যৎ কী? তা এখনও পর্যন্ত জানা যায়নি।

[আরও পড়ুন: জন্মদিনে সলমনের বাড়ির সামনে ধুন্ধুমার, শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের উপর লাঠিচার্জ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement