Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

কনসার্টে অরিজিৎ সিংয়ের দিকে পোশাক খুলে ছুঁড়লেন মহিলা! কী করলেন গায়ক? দেখুন ভিডিও

লাইভ কনসার্ট চলকালীনই অরিজিতের দিকে টপ খুলে ছুঁড়লেন মহিলা ভক্ত।

During live concert Arijit Singh's female fan throws top on stage | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 23, 2024 7:29 pm
  • Updated:February 23, 2024 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং (Arijit Singh) মানেই সুরের মূর্ছনা। শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। সেই অরিজিতের লাইভ কনসার্টে এক মহিলা ভক্ত কাণ্ড ঘটিয়ে বসলেন। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারলেন ওই মহিলা অনুরাগী! তারপর?

সোশাল মিডিয়া মারফতই প্রকাশ্যে এসেছে ওই ভিডিও। যেখানে দেখা গেল, ভক্তদের দেওয়া খাতা, ডায়েরি, এমনকী গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। আচমকাই মঞ্চে উড়ে এসে পড়ল এক মহিলার ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় ‘শাস্ত্রী’র সেটে মিঠুনকে দেখতে বলিউডের মধুর ভান্ডারকর, দিলেন স্বাস্থ্যের খবরও]

শাহরুখ, সলমন থেকে রণবীর কাপুর, অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের তাবড় সেলেবরাও। তাঁর লাইভ কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। তাই বলে পরনে ট্যাঙ্ক টপ খুলে ছুঁড়ে মারা গায়কের দিকে! সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। আর ওই মহিলা ভক্তর কীর্তি দেখে নিজেই তাজ্জব অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি তাঁকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম। মাস দুয়েকের পুরনো হলেও সেই ভিডিওই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল। লাজুক অরিজিৎ সিংকে দেখে ততোধিক মেজেছেন অনুরাগীরাও। কেউ কেউ আবার ওই মহিলা ভক্তকে ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARIJITIAN FANS (@arijitianfans)

[আরও পড়ুন: ‘বাবুরাম সাপুড়ে’ সৃজিত! আমাজন থেকে আনা পাইথন পুষছেন পরিচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement