Advertisement
Advertisement
Durga Puja 2024

শতবর্ষে পা মল্লিক বাড়ির দুর্গাপুজোর, সপরিবারের ছবি পোস্ট কোয়েলের

এবছর মল্লিক বাড়ির পুজোর দুয়ার জনসাধারণের জন্য খোলা ছিল না।

Durga Puja 2024: Koel Mallick shares pictures of Mallick Bari puja that enters 100 years
Published by: Sucheta Sengupta
  • Posted:October 11, 2024 7:17 pm
  • Updated:October 11, 2024 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের দুর্গাপুজোটা সকলের কাছেই একটু অন্যরকম। পুজোর ঠিক মাস দুই আগে শহরের বুকে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা সমাজে। এমনই আবহে দেবী দুর্গার আবাহন। আনন্দময় পরিবেশেও বেদনার তিরতিরে স্রোত। আয়োজন, জাঁকজমক কিছুটা কম। কিন্তু তাই বলে তো পুজোর ঐতিহ্য ক্ষুণ্ণ হতে পারে না। ঠিক যেমন দক্ষিণ কলকাতার বিখ্যাত বনেদি বাড়ি মল্লিক বাড়ির পুজো। এবছর রঞ্জিত মল্লিকদের বাড়ি পুজোর শতবর্ষ! এমন ঐতিহাসিক ক্ষণে এ বাড়ির পুজো নিয়ে কৌতূহল থাকবেই। সেই কৌতূহল মেটাতে তাই বাড়ির মেয়ে কোয়েলই পুজোর ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। আর তাতে বোঝা গেল, বনেদিয়ানা থেকে পরিবারের অটুট বন্ধন – ঠিক কতটা দৃঢ় এখনও।

এবছর মহাষ্টমী আর মহানবমী একই দিনে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, শুক্রবার সকাল পর্যন্ত ছিল অষ্টমী। তার পরই নবমী শুরু। আর এমন সন্ধিক্ষণে নিজেদের বাড়ির পুজোর ছবি শেয়ার করলেন হবু মা কোয়েল মল্লিক। এবারের বাড়ির পুজো ১০০-এ পা দেওয়ার আনন্দ তো রয়েছেই। সেইসঙ্গে দেবীপক্ষে তাঁর ব্যক্তিগত আনন্দও দ্বিগুণ হয়েছে। কারণ, তিনি ফের মা হতে চলেছেন। দিন কয়েক আগেই সেই সুখবর জানিয়েছিলেন অনুরাগীদের।

Advertisement
পুজোয় সপরিবারে কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম।

আর নবমীকে ইনস্টাগ্রামে পোস্ট করা কোয়েলের সেই ছবি একেবারে সুখী পরিবারের চিত্র। মা, বাবা, স্বামী, সন্তানকে নিয়ে সেই ছবি যেন সপরিবার মা দুর্গারই এক রূপ! ছিমছাম অথচ উচ্চরুচির পোশাকেই সুন্দরী কোয়েল। লাল ব্লাউজ, অফ হোয়াইট শাড়ি, কপালে ছোট্ট টিপ, সঙ্গে হালকা গয়না – ব্যস! এতে অনন্যা রঞ্জিত মল্লিকের মেয়ে। তাঁর সঙ্গে মানানসই রঙের পাঞ্জাবিতে ছেলে কবীরও বেশ মিষ্টি। বর নিসপাল সিং রানের পরনে পেস্তারঙা পাঞ্জাবি, সাদা কুর্তা। রঞ্জিত মল্লিকের পোশাক পুরোপুরি সাদা। আর কোয়েলের মা পরেছেন অফ হোয়াইট-রানি পাড়ের শাড়ি। সকলের মুখ যেন উৎসবের আলোয় ঝলমলে।

আসলে বনেদি মল্লিক বাড়ির পুজোর দ্বার বরাবর জনসাধারণের জন্য খোলা থাকে। এবছর, শতবর্ষে ব্যতিক্রম হল। ১০০ বছর উপলক্ষে এবার মল্লিক পরিবারের সদস্যরা একান্ত নিজেদের মধ্যেই দুর্গোৎসব উদযাপন চান। সেইসঙ্গে বাড়ির মেয়ে আবার অন্তঃসত্তা। সবমিলিয়ে সাবধানতার কারণে সম্ভবত এবার সে বাড়িতে জনতার প্রবেশে ‘না’ ছিল। কিন্তু উৎসাহীদের একেবারে চোখের আড়ালে থেকে যাবে মল্লিক বাড়ির পুজো, তাও কি হয়? মোটেই না। কোয়েলের সোশাল মিডিয়া পোস্টের দৌলতে তা দেখা হয়েই গেল খানিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement