Advertisement
Advertisement
Durga Puja 2024

‘ভোগ খেতে এসে হাতে ফোন কেন?’, পরিবেশন করতে গিয়ে রেগে কাঁই কাজল!

মামাবাড়ির পুজোয় মায়ের সঙ্গে ভোগ পরিবেশন করল পুত্র যুগও। যোগ্য উত্তরসূরি!

Durga Puja 2024: Kajol Serves Bhog With Son Yug, stops camera to film her
Published by: Sandipta Bhanja
  • Posted:October 12, 2024 9:21 am
  • Updated:October 12, 2024 9:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির পুজোয় প্রতিবার ভোগ পরিবেশন করেন কাজল। অষ্টমী হোক বা নবমী, দু’দিনই বাড়ির মেয়ের মতো পুজোআচ্চার জোগাড় থেকে আগত অতিথিদের ভোগ পরিবেশন করা, মণ্ডপে দেখভাল করার দায়িত্বে থাকেন অভিনেত্রী। এবারও তাঁর অন্যথা হল না। নর্থ বম্বে সার্বজনীন ওরফে মুখার্জিদের দুর্গোৎসুবে কোমর বেঁধে ভোগ পরিবেশন করতে দেখা গেল কাজলকেও (Kajol)। সেখানেই মেজাজ হারালেন অভিনেত্রী।

খাবার খেতে বসে ফোন ঘাঁটার অভ্যেস কমবেশি অনেকের মধ্যেই রয়েছে। এদিন বলিউড তারকা কাজলকে ভোগ পরিবেশন করতে দেখে কজন অতিথি খেতে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। অভিনেত্রী তখন পুণ্যার্থীদের পাতে বেগুনি দিচ্ছেন আর কিছু একটা চিবোচ্ছিলেন। তবুও অতিথিদের মোবাইলে রেকর্ডিং করার বিষয়টি নজর এড়ায়নি অভিনেত্রীর। ব্যস, অমনি ধমক! কাজল ঝাঁজিয়ে উঠলেন, “হাতে ফোন কেন? আর আমি এখন খাবার পরিবেশন করছি। এসব করবেন না ভোগ খেতে বসে। ক্যামেরা বন্ধ করুন।” কাজলের কথা শুনে তড়িঘড়ি তাঁর দেহরক্ষী সেখানে চলে আসেন এবং ওই অতিথিকে ফোনের ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন।

Advertisement

এদিকে মামাবাড়ির পুজোয় মায়ের সঙ্গে ভোগ পরিবেশন করতে দেখা গেল পুত্র যুগকেও। সে যেন একেবারে যোগ্য উত্তরসূরি! গত বছর তিনেক ধরেই নর্থ বম্বে সার্বজনীনের পুজোয় যুগকে শেষপাতে মিষ্টি পরিবেশন করতে দেখা যায়। এবারও তাই মায়ের সঙ্গে খাবার পরিবেশনায় দেখা গেল তাঁকে। ভোগে ছিল- খিচুড়ি, বেগুনি, লাবড়া, পটলের তরকারি, মিষ্টি। তার মাঝে মায়ের গালে স্নেহের চুম্বনও দিলেন। এদিন উপস্থিত ছিলেন মুখার্জিদের জামাই অজয় দেবগনও। সপরিবারে ছবিও তোলেন তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Razzmatazz Bollywood (@razzmatazzbollywood)

প্রসঙ্গত, বাণিজ্যনগরীর দুর্গাপুজো মানেই মুখার্জি বাড়ির পুজো। রানি-কাজল, অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজো। যেখানে পাঁচ পাচটা দিন ধরে মায়ের আরাধনায় ব্যস্ত থাকেন বলিউডের তাবড় তারকারা। একেবারে তারকাখচিত জমজমাট পুজো বলতে যা বোঝায়। আর সেই পুজো পুজোতেই পাত পেড়ে ভোগ খান দর্শনার্থীরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement