Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

‘তোকে লাভ করি সোহিনী’, সপ্তমীতে স্বীকারোক্তি স্বস্তিকার! সত্যবতীর সঙ্গে খুনসুটি কদলীবালার

কে বলে নায়িকাদের মধ্যে শুধুই 'ক্যাট ফাইট'?

Durga Puja 2023: Swastika Mukherjee's reel video with Sohini Sarkar | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 21, 2023 8:15 pm
  • Updated:October 21, 2023 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে নায়িকাদের মধ্যে শুধুই ‘ক্যাট ফাইট’ চলে? সদ্ভাব বা বন্ধুত্বের উদাহরণও কম নেই টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে সপ্তমীর দিন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং সোহিনী সরকার (Sohini Sarkar) যে রিল ভিডিও শুট করলেন, তা দেখে হইচই নেটপাড়ায়! সেখানে দুই নায়িকার খুনসুটি দেখে বেজায় মজেছেন অনুরাগীরা।

একদিকে কদলীবালা, আরেকদিকে সত্যবতী… এই দুই চরিত্রের নাম বললেই টলিপাড়ার দুই নায়িকার কথা মনে পড়ে। ভূতের ভবিষ্যৎ সিনেমায় কদলীবালা চরিত্রে বাজিমাত করেছিলেন স্বস্তিকা। যা কিনা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। অন্যদিকে, বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যবতীর চরিত্রে একাধিক নায়িকামুখ দেখা গেলেও সোহিনী কিন্তু সেই দৌঁড়ে দর্শকদের মনে এগিয়ে রয়েছেন। এবার পুজোর মরসুমে সেজেগুজে দুই নায়িকার মজার ভিডিও শুট দেখে হেসে গড়ালেন অনুরাগীরা।

Advertisement

সেই রিল ভিডিওর নেপথ্যে বাজছে পুরোন বহু জনপ্রিয় গান- পান খায় সাইয়া হামারা। আর সেই গানের তালেই নাচতে নাচতে সোহিনীকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা। সেখানে সোহিনীর অভিব্যক্তি বেশ মজার। সেই ভিডিও শেয়ার করে সোহিনীর মন্তব্য- “তুমি তাকালেই হয়ে যাই বোকা।” এদিকে কমেন্ট বক্সেই স্বস্তিকার স্বীকারোক্তি- ‘তোকে ভালবাসি’। স্বস্তিকার সাজ যেমন নজরকাড়া তেমনই সোহিনীর। খোঁপায় জবাফুল জড়িয়ে কেতাদুরস্থ ফ্যাশন অবতারে ধরা দিলেন কদলীবালা। আর সত্যবতীকে দেখা গেল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মোডে।

[আরও পড়ুন: রাজ-যুবানকে নিয়ে ঠাকুর দেখতে বেরলেন হবু মা শুভশ্রী, খুদের খুনসুটিতে মজেছে নেটপাড়া]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

প্রসঙ্গত, কলকাতার অলি-গলিতে এখন উৎসবের মরসুম। আমজনতার মতো তারকারাও দুর্গাপুজোর(Kolkata Durga Puja 2023) আমেজে গা ভাসিয়েছেন। আর এই পুজোর সময়ে সেলেবদের ব্যস্ততা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কেউ পুজোর মুখ আবার কেউ বা কোনও মণ্ডপে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকেন। স্বস্তিকা-সোহিনীও সম্ভবত বিশেষ কোনও ফটোশুটের সময়েই এই মজার রিল ভিডিও শুট করেছেন।

[আরও পড়ুন: নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement