Advertisement
Advertisement
Durga Puja 2023

Durga Puja 2023: কোমরে আঁচল বেঁধে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, দেখুন ভিডিও

বাঙালি যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই।

Durga Puja 2023: Sushmita Sen performed Dhunuchi dance with daughter Renee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 22, 2023 10:06 am
  • Updated:October 22, 2023 3:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি যেখানেই থাকুক শিকড়ের টান তো থাকবেই। একথা মেনে চলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। মুম্বইয়ের প্যান্ডেলে পুজো দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। সকলের মঙ্গল কামনা তো করেনই, পাশাপাশি ধুনুচি নাচেও যোগ দেন।

Sushmita-1

Advertisement

বাবা-মা, দুই মেয়েকে নিয়ে মুম্বইয়ের নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃপ্রতিমা দর্শন করেন অভিনেত্রী। সেখানে বসে কিছুক্ষণ পুজো দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়।

[আরও পড়ুন: ‘তোকে লাভ করি সোহিনী’, সপ্তমীতে স্বীকারোক্তি স্বস্তিকার! সত্যবতীর সঙ্গে খুনসুটি কদলীবালার]

চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তাঁর ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গল মাদার’ হল তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোটমেয়ে আলিশাকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কিছুদিন আগে ‘তালি’ সিরিজে মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তাঁর ‘আরিয়া ৩’ মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসের ৩ নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি। 

[আরও পড়ুন: নাতি কবীরকে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত, পুজোর কাজে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement