Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

রাজ-যুবানকে নিয়ে ঠাকুর দেখতে বেরলেন হবু মা শুভশ্রী, খুদের খুনসুটিতে মজেছে নেটপাড়া

ওড়নায় বেবি বাম্প ঢাকলেন শুভশ্রী।

Durga Puja 2023: Raj, Subhashree starts pandal hopping with son Yuvaan
Published by: Sandipta Bhanja
  • Posted:October 21, 2023 5:57 pm
  • Updated:October 21, 2023 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তমীতে ছেলেকে নিয়ে পুজো দেখতে বেরলেন রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। মা-বাবার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে খুদে যুবানের আনন্দ যেন আর ধরছেই না! শুভশ্রীর শেয়ার করা ছবিতেই ধরা পড়ল সেই উন্মাদনা।

পুজো এবার প্রতিপদ থেকেই শুরু হয়ে গিয়েছে। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন মানুষ। কারও পছন্দ শ্রীভূমি, কারও আবার বালিগঞ্জ কালচারালের পুজো বেশি ভালো লেগেছে। কলকাতার অলি-গলিতে এখন উৎসবের মরসুম। আমজনতার মতো তারকারাও দুর্গাপুজোর(Kolkata Durga Puja 2023) আমেজে গা ভাসিয়েছেন। আর এই পুজোর সময়ে সেলেবদের ব্যস্ততা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কেউ পুজোর মুখ আবার কেউ বা কোনও মণ্ডপে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকেন। তবে রাজ-শুভশ্রীর পুজোটা এবার অন্যরকম। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারকাদম্পতি। তাই বলে কি ঠাকুর দর্শন বাদ যাবে?

Advertisement

মোটেই না। মহাসপ্তমীতেই ছেলে যুবানকে নিয়ে হাটি হাটি পায়ে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। ক্য়ামেরার সামনে পোজও দিলেন তিনজন। আর সেই ছবি দেখেই নেটপাড়ায় অনুরাগীদের শুভেচ্ছার জোয়ার। আদুরে ছবি মন কেড়েছে বন্ধু রাজ-শুভশ্রীর বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও। কমেন্ট বক্সেই ভালোবাসা উজার করে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে অনুরাগীদের সকলকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন শুভশ্রী। পরনে সালোয়ার। খোলা চুল। ওড়না দিয়ে বেবি বাম্প ঢেকেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চোখেমুখে মাতৃত্বের গ্ল্যামার ঝরে পড়ছে। রাজের পরনে পাঞ্জাবী-পাজামা।

[আরও পড়ুন: সপ্তমীতে ছেলের ছবি প্রকাশ্যে এনে শারদ শুভেচ্ছা জানালেন গৌরব-ঋদ্ধিমা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

প্রসঙ্গত, দুর্গাপুজো, দীপাবলি হোক কিংবা লক্ষ্মীপুজো, সরস্বতী পুজো, ঘটা করে পালন করেন রাজ-শুভশ্রী। আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে রথযাত্রাও পালন করেন টলিপাড়ার তারকাদম্পতি। এদিকে ক্যালেন্ডার বলছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। নভেম্বর মাসের শেষের দিকেই তাঁদের পরিবারে যোগ দিতে চলেছে নতুন সদস্য। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ-শুভশ্রী।

[আরও পড়ুন: সপ্তমীতে মুখার্জি বাড়ির পুজোয় অনাসৃষ্টি কাণ্ড! পা হড়কে পড়ে গেলেন কাজল, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement