Advertisement
Advertisement
Durga Puja 2023

পুজোর আগে ‘মিঠাই’ রানির কুমোরটুলি সফর, মা দুর্গাকে আদর সৌমিতৃষার, দেখুন

দেবের নায়িকার রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া।

Durga Puja 2023: Mithai Soumitrisha Kundu visits Kumortuli ahead of Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:October 8, 2023 9:19 pm
  • Updated:October 8, 2023 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপর্দার ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে (Soumitrisha Kundu) খুব শীঘ্রই দেখা যাবে টলিউডের পর্দায়। দেবের হাত ধরেই সিনেমায় পা রাখছেন অভিনেত্রী। এ খবর বেশ পুরনো। ইতিমধ্যে উত্তরবঙ্গে গিয়ে শুটিংও সেরে ফেলেছেন নায়িকা। এবার পুজোর আগে কুমোরটুলি সফরে অনুরাগীদের প্রিয় ‘মিঠাই’ রানি।

কুমোরটুলি সফরের ভিডিও শেয়ারও করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, টুকটুকে লাল শাড়ি পরনে সৌমিতৃষাকে। খোলা চুল। মুখে হাসি। বঙ্গললনার রূপের ছটায় নেটপাড়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। অনুরাগীদের একাংশ, সৌমিতৃষাকে মা দুর্গার সঙ্গে তুলনা করছেন। ভিডিওতেই দেখা গেল, ঘরের মেয়ে উমার গালে আলতো করে আদর করে দিতে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: ‘সারাজীবন আগলে রাখব’, রহস্যময়ীর সঙ্গে ছবি দিয়ে ঘোষণা সলমনের, ‘বউদি নাকি?’, প্রশ্ন ভক্তদের]

পুজোর আর মাত্র হাতে গোনা কদিন। এখন কুমোরটুলিতে শশব্যস্ত সকলে। দিন কয়েক আগেই মহালয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হতে হয়েছিল মিঠাইকে। অভিনেত্রী বলেছিলেন, তিনি মহালয়ার অনুশ্ঠান করতে চান না। এর আগে দুবার চ্যানেলের অনুরোধেই দুর্গা সাজতে হয়েছিল তাঁকে। আর সেই মন্তব্য ভাইরাল হতেই বিপাকে পড়েন সৌমিতৃষা। সেই চর্চার মাঝেই এবার কুমোরটুলি সফরের ভিডিও শেয়ার করলেন মিঠাই।

[আরও পড়ুন: বড়পর্দায় ডেবিউয়ের আগেই বিয়ে সারলেন দেবচন্দ্রিমা? নায়িকার ভিডিওয় তোলপাড় নেটদুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement