সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে নিজে হাতে সিন্নি মেখেছিলেন বিপাশা বসু (Bipasha Basu)। শাড়ি, শাঁখা-পলায় সেজে আদ্যোপান্ত বাঙালি মেজাজে ধরা দিয়েছিলেন বঙ্গকন্যা। এবার মেয়ে দেবীকে নিয়ে উমা দর্শনে গেলেন করণ-বিপাশা।
খুদে দেবীর পরনে গোলাপি শাড়ি। তার আদুরে কীর্তিতে মজেছে নেটপাড়া। বিপাশার শেয়ার করা দুর্গাষ্টমীর ভিডিওতেই দেখা গেল, বাবা করণ সিং গ্রোভারের কোলে চড়ে ঠাকুর দেখতে ব্যস্ত দেবী। পাশেই মা বিপাশা তাকে দুর্গা ঠাকুর দেখিয়ে নানা মজার কথা বলছেন। অভিনেত্রীর পরনে সবুজ বেনারসী। খোঁপায় জুঁই ফুলের মালা। কপালে টিপ। বলিউড নায়িকার সাজে পুরোদস্তির বাঙালিয়ানা ফুটে উঠল। আর করণ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা। আর সেই আদুরে ভিডিও দেখেই বঙ্গললনা বিপাশাকে প্রশংসায় ভরালেন নেটিজেনরা।
কারও মন্তব্য, “মা দুর্গা আপনাদের স্বাস্থ্য ভালো রাখুক, আশীর্বাদ করুক।” আবার কেউ দেবীকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে লিখলেন, “খুব সুন্দর লাগছে। শুভ শারোদৎসব।” ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন- “দুর্গা দুর্গা।” অভিনেত্রী ইনস্টাস্টোরিও ভরে উটেছে আদ্যোপান্ত পুজোর ছবিতে।
View this post on Instagram
প্রসঙ্গত, মুম্বইয়ে থাকলেও বাঙালিয়ানা ভোলেননি অভিনেত্রী। বাঙালি রীতি মেনেই পাঞ্জাবী করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিপাশা। এমনকী অভিনেত্রীর কলকাতার বাড়িতে জামাইষষ্ঠী খেতে এসেও রকমারি বাঙালি পদ খেতে গিয়ে বেগ পেতে হয়েছিল করণকে। শুধু তাই নয়, বাঙালি নিয়মে সাধভক্ষণ অনুষ্ঠান থেকে ৬ মাস বয়সে মেয়ের অন্নপ্রাশনও করেছেন করণ-বিপাশা। মেয়ের সুস্বাস্থ্যের কামনা করে নায়িকা তাঁর বাড়িতে সত্যনারায়ণ পুজোও করেছিলেন। এবার মুম্বইয়ের মণ্ডপে ঘুরে ঘুরে মেয়ে দেবীকে মৃন্ময়ী দেবী দুর্গার সঙ্গে পরিচয় করালেন বিপাশা বসু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.