Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2023

মহাপঞ্চমীতে দেব-প্রসেনজিৎ, আবির-কোয়েলের মহালড়াই! অগ্রিম বুকিংয়ে কার স্কোর কত?

এবার পুজোয় বাংলার বক্স অফিসে ধুন্ধুমার লড়াই।

Durga Puja 2023: Bengal Box Office gets boosted in advance booking during Puja
Published by: Sandipta Bhanja
  • Posted:October 19, 2023 2:36 pm
  • Updated:October 19, 2023 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2023) বক্স অফিস এবার জমজমাট। চার-চারটে বাংলা সিনেমার মুক্তি (Puja Release in Bengal)। মহাপঞ্চমীতে মুক্তি পেল- ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’, ‘রক্তবীজ’, ‘জঙ্গলে মিতিন মাসি’। মূলত তারকাখচিত চতুর্ভুজের লড়াই। এই চারদিনে কে কোন ছবি দেখবেন? ইতিমধ্যেই সেই প্ল্যান হয়ে গিয়েছে। আর সেখানেই অগ্রিম বুকিংয়ের স্কোরে বাংলায় বলিউড ছবির থেকেও এগিয়ে রয়েছে টলিউড সিনেমা। সেটাই আপাতত জব্বর খবর!

প্রসঙ্গত, পুজো মানেই বাঙালিদের কাছে খাওয়া-দাওয়া, আড্ডার পাশাপাশি সিনেমা দেখা। পুজোর সিনেমার জন্য অপেক্ষা শুরু হয় বছরের দ্বিতীয়ার্ধ পড়তেই। অতিমারী উত্তর পর্বে ধুকতে থাকা বাংলার বক্স অফিস চাঙ্গা করার এটাই সুবর্ণ সুযোগ! দেব অনুরাগীরা ইতিমধ্যেই ‘বাঘাযতীন’ নিয়ে উচ্ছ্বসিত। প্রিয় তারকার আহ্বানে সিনেমা হিট করাতে অগ্রীম বুকিংও সেরে ফেলেছেন অনেকেই। তবে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ‘বাঘাযতীন’কেও টেক্কা দিল ‘দশম অবতার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের উন্মাদনা থাকবে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। এবার দেখা গেল অগ্রিম বুকিংয়ের মার্কশিটে বলিউড ছবি ‘গণপত’কেও হারিয়ে দিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। রিলিজের আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। যা কিনা টলিউডের ইতিহাসে রেকর্ড বলেই ধরা হচ্ছে। সেই খবর দিলেন প্রযোজক মহেন্দ্র সোনি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরাই শুরু করেছিলাম’, নস্ট্যালজিক ‘লক্ষ্মী কাকিমা’, দেখুন অপরাজিতা আঢ্যর পাড়ার পুজো]

বেঙ্গল বক্স অফিস সূত্রে খবর, বাংলায় ‘দশম অবতার’-এর শো সংখ্যা ২১৪টি। দেবের ‘বাঘাযতীন’ সেখানে ১৬৬টি শো পেয়েছে। এই দুটো সিনেমাই বলিউড ছবি টাইগার শ্রফ অভিনীত ‘গণপত’-এর থেকে অনেক এগিয়ে। অন্যদিকে, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তবীজ’ পেয়েছে ১২৯টি শো। আর কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’র শো সংখ্যা ১০৪টি। এবার উৎসবের মরসুমে এই লড়াইয়ে কে জিতবে? বাকি হিসেব বলবে সপ্তাহান্তের বক্স অফিস।

[আরও পড়ুন: রং মিলান্তি পোশাকে জমল কাঞ্চন-শ্রীময়ীর চতুর্থী, এই পুজোতেই আমি থেকে ‘আমরা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement