Advertisement
Advertisement
Durga Puja 2023

মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও

নেটপাড়ার চর্চায় অরিজিতের ঠাকুর দেখার ভিডিও। 

Durga Puja 2023: Arijit Singh's Scooty ride video goes viral | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 26, 2023 1:01 pm
  • Updated:October 26, 2023 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হলেও তার রেশ কিন্তু এখনও কাটেনি বাঙালিদের। অতঃপর শারদোৎসবের (Durga Puja 2023) টুকরো টুকরো খবর-ভিডিও এখনও নেটপাড়ায় দাপিয়ে রাজত্ব করছে। ভাইরাল হয়েছে স্ত্রীকে নিয়ে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ঠাকুর দর্শনের ভিডিও। যা কিনা বর্তমানে নেটপাড়র চর্চায়।

পরনে হলুদ পাঞ্জাবি। স্ত্রী কোয়েলকে নিয়ে স্কুটি চেপেই মুর্শিদাবাদের আজিমগঞ্জের মণ্ডপে মণ্ডপে ঢুঁ মারলেন অরিজিৎ সিং। সেলেবসুবো হাবভাবের লেশমাত্র নেই! জনঅরণ্যে মিশে গিয়েই প্রতিমা দর্শন করতে দেখা গেল গায়ককে। আর সেই ভিডিও দেখেই অনুরাগীরা ধন্য ধন্য করছেন।

Advertisement

প্রসঙ্গত, দেশের এক নম্বর গায়ক হয়েও সেলেবসুবো হাবভাবের লেশমাত্র নেই! বর্তমানে সুপারহিট গান মানেই অরিজিৎ সিং। খোদ সলমন খানও দীর্ঘ ৯ বছরের তিক্ততা ভুলে সেই বঙ্গসন্তানের দ্বারস্থই হয়েছেন ‘টাইগার ৩’তে হিট গানের আশায়। তবে তারকা হয়েও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন অরিজিৎ সিং। মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে মুর্শিদাবাদে থাকেন বর্তমানে। দুই ছেলেও সেখানকার স্কুলেরই পড়ুয়া। এবার পুজোর ভিড়েও স্কুটি চেপে ঠাকুর দেখলেন গায়ক। আর সেই দৃশ্য চোখে পড়তেই ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি অনুরাগীরা।

[আরও পড়ুন: বোন পরিণীতির বিয়েতে আসেননি, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের আগেই ভারতে প্রিয়াঙ্কা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by koyelroysingh.fanpage (@koyelroysingh.fanpage)

দিন কয়েক আগে, সোশাল মিডিয়ায় এক অরিজিৎ অনুরাগীর পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে গাড়ি থামিয়ে অনুরাগীকে ধমক দিতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। অনুরাগীদের দোষ, অরিজিতের গাড়ির পিছু নিয়ে বার বার বাইকের হর্ন বাজিয়ে যাচ্ছিলেন অনুরাগীরা। ব্যস, সেটাতেই খেপেছিলেন অরিজিৎ। সোজা গাড়ি থামিয়ে যুবককে বলেন, “আমার ছবি তোলার জন্য তো এত কিছু! নাও ছবি তোলো। কিন্তু এতবার হর্ন বাজিও না! বাকি সবার অসুবিধে কোরো না।”

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement