সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইমলি’র সুবাদে অদ্রিজা রায় (Adrija Roy) বর্তমানে মুম্বইতে। হিন্দি ধারাবাহিকের মুখ, অতঃপর মায়ানগরী ছেড়ে এবারের পুজোয় কলকাতায় আসার উপায় তাঁর দূর অস্ত! অগত্যা মুম্বইতেই একটুকরো বাঙালিয়ানা ভরসা অভিনেত্রীর। তাই রীতিমতো শুটিং থেকে ছুটি নিয়ে মুখার্জিদের পুজোয় চলে গিয়েছিলেন অদ্রিজা। সেখানে গিয়েই পরমপ্রাপ্তি। রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি ধুনুচি নাচ, ভোগ খাওয়া পর্বও চলল।
আসলে যেখানে বাঙালি, সেখানেই দুর্গাপুজো (Durga Puja 2023)। তা সে রাজধানী দিল্লি হোক বা মায়নগরী মুম্বই। দেশের বাণিজ্যিক রাজধানীতেও ধুমধাম করে দুর্গাপুজো হয়। স্বপ্ননগরী মুম্বইয়ের সবথেকে তারকাখচিত নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো। যা কিনা আমজনতার কাছে ‘মুখার্জিদের পুজো’ কিংবা রানি-কাজলদের বাড়ির পুজো নামেই পরিচিত। সেই সর্বজনীন পুজোতেই এবার অংশ নিয়েছিলেন টলিউড অভিনেত্রী অদ্রিজা রায়।
মুম্বইয়ে জমিয়ে দেবীদর্শনের পাশাপাশি মুখার্জিদের পুজোতেও ঢুঁ মারতে ভুললেন না অভিনেত্রী। অষ্টমীর দিন রানি-কাজলদের পুজোয় যান অদ্রিজা। সেখানকার একাধিক ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি। আর দুই বাঙালি যেখানে, সেখানে যে জমিয়ে আড্ডা হবে, তা বলাই বাহুল্য। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করার সুযোগ পেয়েছিন অদ্রিজা। কী কথা হল?
টলিউড নায়িকা জানান, রানির বউদি জ্যোতি মুখোপাধ্যায়ের ‘দুর্গা চারু’ সিরিয়ালে অভিনয় করছেন। তিনিই অদ্রিজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেহেতু হিন্দি সিরিয়ালের মুখ্য চরিত্রে তাই ছুটি নেওয়া সহজ ছিল না। কিন্তু বাঙালি অভিনেত্রীর আবদার রেখে গোটা ইউনিটকেই ছুটি দেওয়া হয়েছিল। তার জন্য বেশ কৃতজ্ঞ অদ্রিজা।
অদ্রিজা পাশাপাশি এও জানান যে, গল্পচ্ছলেই নাকি রানি তাঁকে জানিয়েছেন, তিনি সিরিয়াল দেখার সময় পান না। তবে শুভেচ্ছা জানিয়েছেন ‘ইমলি’ নায়িকাকে। আর সেটাই তার কাছে বড় পাওনা। তবে আক্ষেপও রয়েছে অদ্রিজার। অষ্টমীর দিন খানিক দেরি করে পৌঁছনোয় রানির সঙ্গে বসে ভোগ খেতে পারেননি। তবে একসঙ্গে ধুনুচি নাচ করেছেন তাঁরা। অদ্রিজা বলছেন, “আশা করি পরের বার মুম্বইতে আরও ভালো করে পুজো কাটবে।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.