Advertisement
Advertisement

পরনে বোরখা, ওঁরা জানাচ্ছেন ‘দুর্গা আসছে’

অনলাইনে মুক্তি পেতে চলেছে এই ছবি।

‘Durga Asche’ to be released online this Mahalaya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2017 11:26 am
  • Updated:September 29, 2019 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাজলো তোমার আলোর বেণু। নীল ঝলমলে আকাশ জানান দিচ্ছে মা আসছেন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে যখন মাতৃপক্ষের সূচনা তখন শুধু মণ্ডপে নয়, ছবির জগতেও আসছেন দুর্গা। পরিচালক ইলমাজ সইদের নতুন ছবি ‘দুর্গা আসছে’।

Advertisement

[সাত বছর পর জুটিতে বড়পর্দায় ফিরছেন অ্যাশ-অভি]

21271078_1427297470680993_8541432028047910266_n

সম্প্রতি সোশ্যাল সাইটে প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। পোস্টারেই এই ছবি মন টেনেছে। ছবির নাম দুর্গা আসছে, নামের সঙ্গেই রয়েছে মা দুর্গার ত্রিনয়ন আর তার সঙ্গে দুটি মেয়ের ছবি, যাদের পরনে বোরখা। তাহলে কি মুসলিম ধর্মাবলম্বী কোনও মেয়ের জীবন যুদ্ধে দুর্গা হয়ে ওঠার গল্প বলছেন পরিচালক? ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশকা হালিম ও প্রিয়াঙ্কা সরকার।প্রিয়াঙ্কার এই ছবির একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই পুরো ছবিটিই শুট করা হয়েছে আইম্যাকে। এই প্রথম কোনও পুরোদস্তুর বাংলা ছবি শুট করা হয়েছে ফোনে। শুধু শ্যুটই নয় পুরো ছবিটা এডিটও করা হয়েছে ফোনে। সোশ্যাল সাইটে ছবির অভিনেত্রীরা আপলোড করেছেন শুটিংয়ের নেপথ্যের ছবি। দিনে বারো ঘণ্টারও বেশি কাজ করতেন তাঁরা, শেয়ার করেছেন সেই কথাও। প্রিয়াঙ্কা ও মিশকা ছাড়াও এই ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়কে।

21314836_1428517800558960_1125421102173437336_n

[এবার অমিতাভ-হেমার বার্তায় নৈসর্গিক কাশ্মীরকে উপভোগ করুন]

21317682_1426542247423182_8210123685966694693_n

21231203_785292684975309_6412869297928889222_n

অনলাইনে মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে ‘দুর্গা আসছে’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement