সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাহলে কি দক্ষিণের প্রভাসের কাছে হার মানতে চলেছেন বলিউড বাদশা? বক্স অফিসের হিসেব কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। একদিকে ‘ডাঙ্কি’ ছবির মুক্তির দিনই দেশজুড়ে রোজগার ৩৫ কোটি টাকা। অন্যদিকে, প্রথম দিনই ‘সালার’ ঘরে তুলেছে ৯৫ কোটি। বক্স অফিসের হিসেব বলছে, দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ‘ডাঙ্কি’ ঘরে তুলেছে ২০ কোটি। সেদিকে, সালার ছবি গোটা বিশ্বে ইতিমধ্যেই ব্যবসা করেছে ১৪৫ কোটি।
শাহরুখ-রাজকুমার হিরানি জুটির ‘ডাঙ্কি’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। একদিকে অনেকেই ছবিকে মাস্টারপিস বলছেন, অন্যদিকে অনেকে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির পর শাহরুখকে এই অবতারে দেখে কিছুটা হতাশ। বেশিরভাগ দর্শকই বলছেন, ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘পিকে’র ম্যাজিক অধরা হিরানির এই ছবিতে।
দক্ষিণ ভারতে এমনিতেই প্রভাস ঝড়। আশা ছিল উত্তর ভারতে হয়তো ভালো ব্যবসা করতে পারবে শাহরুখের ডাঙ্কি। তবে খবরে এসেছে, উত্তর ভারতে বেশিরভাগ জায়গায় পিভিআর, আইনক্সের মতো মাল্টিপ্লেক্স গুলোতে ‘ডাঙ্কি’র শো কমিয়ে ‘সালার’-এর শো বাড়ানো হচ্ছে। এই ট্রেন্ড মূলত দেখা গিয়েছে, মুম্বইয়ের বেশ কিছু এলাকার সিনেমা হলে। যে ‘মারাঠা মন্দির’ প্রেক্ষাগৃহে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এক যুগ ধরে চলছে, সেখানেও সরেছে ‘ডাঙ্কি’। তাহলে কী ‘পাঠান’ ও ‘জওয়ান’- ছবিতে বড় হিট দিয়ে দক্ষিণী ছবির কাছে হার মানতে চলেছেন শাহরুখ! শাহরুখ ভক্তরা অবশ্য বলছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়…।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.