Advertisement
Advertisement
SRK Dunki

২০০ কোটির দুয়ারে ‘ডাঙ্কি’, বাদশার দরবারে ‘মন্নত’ ভক্তদের, দর্শন দিলেন শাহরুখ

বড়দিনে শাহরুখের ঝুলিতে মহাপ্রাপ্তি।

Dunki rakes in Rs 200 crore worldwide, Shah Rukh Khan greets fans outside Mannat | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:December 25, 2023 10:59 am
  • Updated:December 25, 2023 10:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠান, ‘জওয়ান’- এর মতো পয়লা দিনের বক্স অফিসে কাঁপন ধরাতে না পারলেও নয় নয় করে ২০০ কোটির দুয়ারে ‘ডাঙ্কি’ (Dunki)। শিকে ছিঁড়েছিল ৩৫ কোটি দিয়ে। আর বড়দিনের সপ্তাহান্তে খেলাটাই ঘুরিয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে ১০৬.৪৩ কোটি টাকার আয় করে ফেলেছে ‘ডাঙ্কি’।

রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল কিং। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে যে বেশ প্রাসঙ্গিক, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আর ঠিক সেই কারণেই রবিবার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। আর ঠিক সেইদিনই গোটা বিশ্বে ১৯৮ কোটির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। ২৫ ডিসেম্বর, বড়দিনে যে এই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে, তা বলাই বাহুল্য।

Advertisement

সিনে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার দেওয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র রবিবারই দেশে ৩১ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাঙ্কি’। আর সেই রবিবাসরীয় বিকেলেই বাদশার দরবারে হাজির হয়েছিলেন ভক্তরা। হাতে লেখা ‘ডাঙ্কি’ প্ল্যাকার্ড। শাহরুখ-শাহরুখ চিৎকার… অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসের সাক্ষী থাকতে মন্নতের (SRK Mannat) বারান্দায় উঠে এলেন কিং খান। পরনে ডেনিম ব্লু ক্যাজুয়াল শার্ট আর জিনস প্যান্ট। চোখে রোদচশমা। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে চুমু ছুঁড়ে, প্রণাম জানিয়ে, দু হাত প্রসারিত করে সিগনেচার পোজে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল শাহরুখ খানকে।

[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]

শাহরুখ খান

প্রসঙ্গত, ‘সালার’ ঝড়ে দেশের গণ্ডিতে খুব একটা ব্যবসা করতে না পারলেও আন্তর্জাতিক ময়দানের সুবাদে দেড়শো কোটির ক্লাবে ঢুকতে পেরেছে ‘ডাঙ্কি’। ২০০ কোটির গণ্ডি পেরনো এখন অপেক্ষা মাত্র! ‘ডাঙ্কি’র একদিনের ব্যবধানে মুক্তি পাওয়া ‘সালার’-এর জন্য দক্ষিণী রাজ্যগুলিতে ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কিং খানকে (Shah Rukh Khan)। কারণ ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ‘ডাঙ্কি’ তামিল-তেলুগু ভাষায় মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দক্ষিণের ব্যবসা মার খেয়েছে।

[আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডাঙ্কি’, করমুক্ত করার দাবি ভক্তদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement