Advertisement
Advertisement

Breaking News

Ayushmann Khurrana

‘হ্যালো পূজা বলছি…’, মেয়েলি কণ্ঠে রণবীর সিংয়ের সঙ্গে ‘ফ্লার্ট’ আয়ুষ্মানের! ধরতেই পারলেন না?

কুপোকাত দীপিকার স্বামী! তারপর?

Dream Girl 2: Ayushmann Khurrana as Pooja banter with Ranveer Singh as Rocky
Published by: Sandipta Bhanja
  • Posted:July 21, 2023 12:49 pm
  • Updated:July 21, 2023 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা কণ্ঠে রণবীর সিংয়ের সঙ্গে ফ্লার্ট আয়ুষ্মান খুরানার! রকি রানধাওয়া ওরফে রণবীর সিংয়ের সঙ্গে মাখোমাখো কথোপকথন অভিনেতার। হচ্ছেটা কি?

বলিপাড়ার রংচঙে ব্যক্তিত্ব রণবীর সিং। বন্ধুবান্ধবদের সঙ্গে মশকরা, রসিকতা করতে তাঁর জুড়ি মেলা ভার! এবার সেই অভিনেতার সঙ্গেই কিনা মেয়েলি কণ্ঠে কথা বলে ফ্লার্ট করলেন আয়ুষ্মান খুরানা। আর প্রথম ফোনালাপেই কুপোকাত দীপিকার স্বামী। বলছেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য মন ছটফট করছে…! সেই ভিডিও শেয়ার করেছেন একতা কাপুর।

Advertisement

দেখা গেল, শাড়ি পরে লাস্যময়ীর বেশে আয়ুষ্মান। বলছেন- “হ্যালো আমি পূজা বলছি। আপনি কে?” উলটো দিক থেকে রণবীরের গলা। বললেন- “আমি রকি বলছি রকি। লাল শাড়িতে কী সুন্দর লাগছে তোমাকে জান।…”

উল্লেখ্য, ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। যে ছবির জন্য আপাতত নিত্যদিন খবরের শিরোনোম রণবীর সিং। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমা হিট করাতে রিলিজের আগে কোনওরকম কসরত করতেই ছাড়ছেন না রণবীর-আলিয়া। করণ জোহরের এই সিনেমার ট্রেলার দেখে ইতিমধ্যেই শোরগোল বলিপাড়ায়। মুখিয়ে রয়েছেন দর্শকরাও। এবার রকি রণবীর সিংয়ের শরণাপন্ন আয়ুষ্মান খুরানাও।

[আরও পড়ুন: ‘Project K’র নাম বদলে ‘Kalki 2898 AD’, কালচক্রের শাসনে দীপিকা-প্রভাস! দেখুন দুর্ধষ টিজার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by EktaaRkapoor (@ektarkapoor)

মেয়েলি কণ্ঠে ফোন করে বসলেন দীপিকার স্বামীকে। শুধু তাই নয়, পূজা নাম নিয়ে দুষ্টুমিষ্টি ফ্লার্টও করলেন। আয়ুষ্মানের এই কারসাজি কি ধরতে পারলেন না রণবীর সিং? একেবারেই তেমনটা নয়। আসলে নিজের ছবি ‘ড্রিমগার্ল’-এর প্রচারের জন্যই করণ জোহরের ‘রকি’কে হাতিয়ার করেলেন আয়ুষ্মান। ঠিক যেমনটা ‘পাঠান’ রিলিজের আগে শাহরুখ খানের সঙ্গে করেছিলেন। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। ‘ড্রিমগার্ল’ মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট। আসলে ছবিতে আয়ুষ্মান খুরানার দ্বৈত চরিত্রে ভিএফএক্স-এর জন্যই নির্মাতারা এত দেরি করছেন। আর রিলিজের আগেই এমন অভিনব প্রচার।

[আরও পড়ুন: হিজাব না পরায় চরম শাস্তি! দু’বছরের জেল, অভিনেত্রীকে মানসিক রোগীর তকমা দিল ইরান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement