আকাশ মিশ্র: একে একে প্রকাশ্যে আসছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের নানা ছবি। কখনও বাহারি লেহেঙ্গায় তো কখনও সালোয়ারে নতুন বউয়ের সাজে ক্যাটরিনাকে (Katrina Kaif) দেখে আপ্লুত গোটা দুনিয়া। সম্প্রতি ফুলছাপা এমব্রয়েড মসলিন শাড়িতে ক্যাটরিনার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই একেবারে হইচই পড়ে গেল নেটদুনিয়ায়। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় জানিয়েছেন, ৪০ জন বাঙালি শিল্পী প্রায় ১৮০০ ঘণ্টা ধরে তৈরি করেছেন ক্যাটরিনার এই শাড়ি। বাংলার এই শাড়ি পরে ক্যাটরিনার রূপ দেখে শুধু ভিকি কৌশল নয়, গোটা দুনিয়ার পুরুষ হৃদয়ে উঠেছে হিল্লোল। কিন্তু জানেন কি? সব্যসাচীর ডিজাইন করা এই শাড়ি, ক্যাটরিনাকে পরিয়েছেন কলকাতারই এক কন্যা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। ভিকি ও ক্যাটরিনার হাই প্রোফাইল বিয়েতে কড়া নিরাপত্তার জন্য যেখানে কাকপক্ষী ঢুঁ মারতে পারেনি, সেখানে কলকাতার কন্যা ডিজাইনার ও ড্রেপ আর্টিস্ট ডলি জৈন ছিলেন হাজির। ডলি জৈনের দায়িত্বই ছিল বিয়ের প্রতিটি পোশাক সুন্দর করে ক্যাটরিনাকে পরিয়ে দেওয়ার।
বহু বছর ধরেই বিয়েতে নববধূর পোশাক নতুন কায়দায় পরানোর জন্য জনপ্রিয় ডলি জৈন। ডলি ৩২ রকম কায়দায় শাড়ি পরাতে পারেন। আর তাই তো দেশের সব বিগ ফ্যাট ওয়েডিংয়ে বউকে সাজাতে ডাক পড়ে ডলির। ক্যাটরিনার বিয়ের অভিজ্ঞতা কেমন ছিল তাঁর কাছে? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে ডলি জৈনকে যোগাযোগ করা হলে, তিনি জানান, ”দারুণ অভিজ্ঞতা। বউয়ের সাজে ক্যাটরিনাকে কেমন লাগবে তা দেখার জন্য গোটা দুনিয়া অপেক্ষা করছিল। এটা একটা অতিরিক্ত চাপ থাকলেও, খুবই আনন্দ পেয়েছি ক্য়াটরিনাকে সাজিয়ে। আমার কাছে একটা চ্যালেঞ্জও ছিল। কারণ, সিনেমার জন্য ক্যাটরিনা বহুবার বধূ বেশে সেজেছেন। বাস্তবে সেই লুক থেকে সরে আসতে চেয়েছিলাম। আর সেটা পেরেছি। সবাই প্রশংসা করেছে। এটা খুব বড় প্রাপ্তি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, আমার ভাবনার সঙ্গে ক্যাটরিনা কতটা স্বচ্ছন্দ। শেষমেশ সেই তালটা যে কাটেনি এটাও আমার কাছে বড় ব্যাপার।’
ক্যাটরিনাকে শাড়ি পরানো বিষয়ে কোন কোন জিনিস মাথায় রেখেছিলেন?
ডলির কথায়, ‘শুধু ক্যাটরিনা কাইফ নয়। যখনই আমি কোনও ব্রাইডকে শাড়ি পরাই, তখন কমফোর্টের দিকটা মাথায় রাখি। ক্যাটরিনা শাড়ি পরতে ভালবাসেন এবং সুযোগ পেলেই শাড়ি পরেন। তাই এক্ষেত্রে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। এক্সপেরিমেন্ট করার সাহসটা পেয়েছিলাম। তবে হ্যাঁ, ক্যাটরিনাকে যে কোনও পোশাকেই ভাল লাগে। তাই আমি নিশ্চিত ছিলাম এই শাড়িতেও ও নজর কাড়বে। আর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি তো আলাদা চমক ছিলই। বিশেষ করে শাড়ির সঙ্গে ভেলের ব্যবহার ক্যাটরিনার সাজকে সম্পূর্ণ করেছিল। দেখবেন এটা এবার ট্রেন্ড হবে।’
আপনার হাতে শাড়ি পরে ক্যাটরিনা কী বললেন?
ডলির কথায়, ‘ক্যাটরিনা খুব অল্প কথার মানুষ। তবে ও যে পুরো সাজে খুব খুশি, তা ক্যাটরিনার মন খোলা হাসি দেখে বোঝাই যায়। তবে হ্যাঁ এটা বলতে পারি। এর আগে ক্যাটরিনাকে যাঁরা শাড়ি পরিয়েছেন, তাঁরা নাকি ৩০ থেকে ৩৫ মিনিট লাগিয়েছেন। আমি মাত্র ১০ মিনিটেই ক্যাটরিনাকে শাড়ি পরিয়েছি। ক্যাটরিনা নিজেই একথা আমাকে জানিয়ে ছিল।’
তবে শুধুই ক্যাটরিনা নয়, সম্প্রতি সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতেও শাড়ি পরিয়ে ছিলেন কলকাতার ডলি। বিয়ের সাজে সবচেয়ে বেশি কাকে সুন্দর লেগেছে, জানতে চাইলে, ডলি জৈনের সোজা উত্তর, ”আমি বিষয়টাকে এভাবে দেখি না। আমার কাছে তিন জনকেই বিয়ের সাজে দারুণ লেগেছে। সবাইকেই সুন্দর লেগেছে। তিনজনের সাজই যেহেতু আলাদা রকম ছিল, তাই তুলনা করা একেবারেই অনুচিত।”
বিয়ের পর ক্যাটরিনার রিশেপসনের সাজ দেখার জন্য এখন অধীর আগ্রহে বসে আছেন অনুরাগীরা। তবে সেই পার্টিতে ক্যাটরিনাকে শাড়ি পরাবেন কিনা, তা নিয়ে এখনই কিছুর খোলসা করতে চাননি ডলি। তবে ডলির কথায়, সুযোগ পেলে ক্যাটরিনাকে বাঙালি আটপৌঢ়ে কায়দায় শাড়ি পরিয়ে শাঁখা,পলা সহযোগে একেবারে বাঙালিবধূ সাজাতে চান ডলি।
তা ডলির হাতে শাড়ি পরতে কত খরচ হল ক্যাটরিনা?
এ ব্যাপারে স্পষ্ট কিছু বলতে না চাইলেও, ডলির কথায়, এ সব কিছু নির্ভর করছে কতটা হাইপ্রোফাইল বিয়ে। কাকে বধূ হিসেবে সাজানো হচ্ছে তাঁর উপর।
এর আগে শ্রীদেবী, টিনা আম্বানি, করিশ্মা কাপুরের মতো তারকাদের শাড়ি পরিয়েছেন ডলি জৈন।
View this post on Instagram
আপনিও ইচ্ছে করলে ডলির হাতে শাড়ি পরতে পারেন। যোগাযোগ করতে পারেন ডলির ওয়েবসাইটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.