Advertisement
Advertisement

লর্ডসে সৌরভের জার্সি ওড়ানো সূচনা করেছিল নতুন যুগের, ট্রেলারে নস্ট্যালজিক দেশবাসী

ট্রেলারে রয়েছে একগুচ্ছ চমক। দেখে নিন।

Doosra trailer shows backdrop of India's iconic 2002 win
Published by: Sulaya Singha
  • Posted:June 28, 2019 4:57 pm
  • Updated:June 28, 2019 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৭ সালে ভারতের রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ভারত। ১৯৯১-এ অর্থনৈতিক। আর ২০০২ সালে মিলেছিল আবেগের স্বাধীনতা। যে স্বাধীনতা নির্ভয়ে উড়তে শিখিয়েছিল এই দেশকে। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের মক্কা ইংল্যান্ডের লর্ডসে ২০০২-এর ১৩ জুলাই ন্যাটওয়েস্ট সিরিজে ইংল্যান্ডকে ধরাশায়ী করে ব্যালকনিতে জার্সি খুলে উড়িয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। সেদিন যেন জার্সি নয়, বিদেশের মাটিতে দাদাগিরির ধ্বজা উড়িয়েছিলেন তিনি৷ ক্রিকেটপ্রেমীদের স্মৃতির সরণিতে এতটুকুও ফিকে হয়নি দিনটা৷ ভারতীয় দলের সেই সাফল্যের কাহিনির পরতে পরতে ছিল লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্নপূরণের ছবি। এবার যা রুপোলি পর্দায় ফুটে উঠতে চলেছে৷ শুক্রবার ‘দুসরা’র ট্রেলার মুক্তি পেতেই ছবি ঘিরে উত্তেজনার পারদ আরও খানিকটা চড়ে গেল৷

লর্ডস বলতেই আজও নস্ট্যালজিক হয়ে পড়েন বাঙালি৷ শুধু বাঙালি কেন, সৌরভের সেদিনের কীর্তি কোটি কোটি দেশবাসীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল৷ সমাজের তথাকথিত ট্যাবু ভেঙে নতুন করে ভাবার আত্মবিশ্বাস জুগিয়েছিল৷ ইংল্যান্ডের ক্রিকেট দম্ভে জোর আঘাত দিয়ে তাঁর উড়তে থাকা জার্সি যেন চিৎকার করে বলছিল, ‘আমরাও পারি৷’ প্রায় ১৭ বছর পর সেই সব স্মৃতিই এবার বড়পর্দায় তুলে ধরছেন পরিচালক অভিনয় দেও৷ বাস্তব ঘটনার ফুটেজ এবং রিল লাইফের অভিনয়ের মিশেলে তৈরি ছবিকে সিনেমার সংজ্ঞা পেরিয়ে অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক৷

Advertisement

[আরও পড়ুন: রুহেল বিবাহিত, তাই সুনয়নার সঙ্গে তাঁর সম্পর্কে অমত বাবা রাকেশের]

ভারতীয়দের কাছে দুটি জিনিস অত্যন্ত প্রিয়৷ এক ক্রিকেট এবং অন্যটি সিনেমা৷ আর এ ছবির ট্রেলারেই স্পষ্ট, এই দুটি বিষয়কে সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে৷ ন্যাটওয়েস্ট ট্রফিতে লর্ডসে সৌরভের লর্ড হয়ে ওঠা, এক তরুণীর জীবন কীভাবে পালটে দিল, সেটাই গল্পের মূল বিষয়৷ ট্রেলারে তরুণীর জীবনকাহিনির পাশাপাশি সেই সিরিজের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে হর্ষ ভোগলে, রাজদীপ সরদেশাই, শশী থারুর থেকে সেই ট্রফিতে ইংল্যান্ডের অধিনায়ক নাসের হোসেনকে৷ খোদ দাদাকেও দেখা গেল বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এনিয়ে কথা বলতে৷ ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনয় দেও লেখেন, “দুসরা-র ট্রেলার আপনাদের সামনে তুলে ধরতে পেরে গর্ববোধ করছি৷ অবশ্যই দেখুন৷ ফিচার সিনেমায় সত্যিকারের ভিডিও ফুটেজের মধ্যে দিয়ে ইতিহাসকে দেখানো হয়েছে৷” ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-খ্যাত অভিনেত্রী প্লাবিতা বোরঠাকুর ও ‘স্লামডগ মিলিওনেয়ার’-খ্যাত অভিনেতা অঙ্কুর বিকালকে। ‘দুসরা: ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন অ্যাগনেলো ডায়াস।

২০০১-এ ভারত সফরে এসে অ্যান্ড্রু ফ্লিনটফ ওয়াংখেড়েতে জার্সি খুলে জয় সেলিব্রেট করেছিলেন৷ ইংরেজ অলরাউন্ডারের সেই ‘ঔদ্ধত্ব’র জবাব দিতেই লর্ডসে সৌরভের আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছিল জার্সি খুলে৷ সেই ঘটনা তৎকালীন ভারত অধিনায়ককে সমালোচনায় বিদ্ধ করেছিল ঠিকই, তবে এখন সেসব অতীত৷ এখন আগ্রাসী অধিনায়কের দেশকে গর্বিত করার ইতিহাস হিসেবেই উঠে আসে এই ঘটনা৷ পোস্টারের পর ছবির ট্রেলার নিঃসন্দেহে ভারতবাসীর আবেগকে উসকে দিতে সফল।

[আরও পড়ুন: জাতিপ্রথার মূলে কুঠারাঘাত আয়ুষ্মানের ‘আর্টিকেল ১৫’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement