সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা কখনওই তাঁকে ছেড়ে যায়নি। মৃত্যুর পরেও ভালবাসার মতন ডানা মেলেছেন ইরফান খান। ২০১৭-তে বাংলাদেশ মুক্তিপ্রাপ্ত মোস্তাফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব- নো বেড অফ রোজেস’ এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ছবিতে জাভেদ হাসানের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইরফান। ছবির প্রধান ভাষ্য-ই ছিল, মৃত্যু সবসময় সব কিছু নিয়ে যায় না, অনেক সময় কিছু দিয়েও যায়। বাংলাদেশের এই ছবিটিতে ইরফানের বিপরীতে অভিনয় করেছিলেন নুসরত ইমরোজ, তিষা ও পার্ণো মিত্র।
একজন বিবাহিত পুরুষ যদি তাঁর মেয়ের বন্ধুর প্রেমে পড়ে, এবং সংসার ভেঙে সেই মেয়েটিকে নিয়ে নতুন করে সংসার গড়ে তোলে, তাহলে সম্পর্কের সেই ভাঙা-গড়ার মধ্যে মনের গভীরে ডুব দিলে কী পাওয়া যাবে, কেমন যন্ত্রণায় জর্জরিত হতে থাকে তাঁদের বুকের ভিতর এবং শেষ পর্যন্ত এর পরিণতিটা কী তারই উত্তর পাওয়া যাবে ছবিতে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত বছরের এপ্রিলে। নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে এসে আংরেজি মিডিয়াম ছবিতে অভিনয় করেন। কিন্তু আবার কোলোন ক্যানসারে আক্রান্ত হন। তাঁর অভিনীত প্রতিটি ছবি আজও দর্শকের মনের মণিকোঠায়। ‘লাঞ্চ বক্স’, ‘পিকু’, ‘হায়দার’, ‘করীব করীব সিঙ্গল’-এ নিজের অভিনয়ের জাদুতে বশ করেছিলেন সিনেপ্রেমীদের। ফলে তাঁর অকাল প্রয়াণে শোক নেমে এসেছিল বিনোদন জগতে। তাঁর মৃত্যুর এক বছরের মাথায় নেটফ্লিক্সে দেখা যাবে ‘ডুব- নো বেড অফ রোজেস’, যে ছবির গল্পতেই উঠে এসেছিল, মৃত্যু সব ফিরিয়ে দেয়। ভালবাসা, সম্মান সব কিছু। আর সেই কথা অভিনেতা ইরফান খানের মৃত্যুর পরও বড়ই প্রাসঙ্গিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.