Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty on Ratan Tata

তাজ হোটেলে পথকুকুরদের আশ্রয়, রতন টাটায় মুগ্ধ মিমি

পশুপ্রেমী রতন টাটাকে নিয়ে কী বললেন মিমি চক্রবর্তী?

Dogs have ‘free entry’ in Taj Mahal Hotel, Mimi Chakraborty praises Ratan Tata
Published by: Sandipta Bhanja
  • Posted:May 31, 2024 12:05 pm
  • Updated:May 31, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর…”, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই জীবকূলেই কিনা অন্তর্দন্দ্ব! মানুষে মানুষে হানাহানি, রক্তপাতের ঘটনা সভ্য সমাজের মজ্জায় সয়ে গেলেও অবলা চারপেয়েগুলোর হয়ে কিন্তু আওয়াজ তোলেন খুব কম মানুষই। বরং, নিত্যদিন পাড়ার লালু-ভুলুদের কপালে জোটে দূর-দূর, ছাই-ছাই…। এমনকী আক্রান্ত হতে হয় পশুপ্রেমীদেরও। সেখানে রতন টাটার (Ratan Tata) মতো ব্যক্তিত্বও নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কর্মীদের। সেই খবর বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। তাঁর মানবিক উদ্যোগেই মুগ্ধ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। নিজের বাড়িতেও দুই পোষ্য সন্তান রয়েছে তাঁর। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি একাধিকবার। এবার রতন টাটার মানবিক উদ্যোগে খুশি অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে সেই খবর শেয়ার করে মিমি লিখেছেন, “সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।” শ্রীলেখা মিত্রও রতন টাটার এমন উদ্যোগে মুগ্ধ।

Advertisement

সম্প্রতি রুবি খান নামে জনৈক এইচআর তাজ হোটেলে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। তখনই জানতে পারেন, কুকুরটি জন্মের পর থেকেই সেখানে থাকে। রতন টাটার কড়া নির্দেশ রয়েছে, পথপশুরা যদি হোটেলে প্রবেশ করে তবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর সেই ঘটনাটিই তিনি তুলে ধরেছেন নিজস্ব সোশাল ওয়ালে। যা কিনা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

[আরও পড়ুন: ‘মোদির ভূমিকায় অভিনয় করায় বিবেক ওবেরয়কে কেউ চিনতে পারে না’, ‘গান্ধী উবাচে’ পালটা ঋত্বিকের!]

চারপেয়ে অবলা প্রাণী। যাদের নিরাপদ আশ্রয় নেই। খাবারের খোঁজে ইতি-উতি ঘুরে বেড়ায়। আর সেই অসহায় চারপেয়েগুলোর ওপর যথেচ্ছার চলে যত্র-তত্র। কোথাও তাদের গায়ে ছুঁড়ে দেওয়া হয় গরম জল। আবার কোথাও বা অমানবিক উল্লাসে মেতে ওঠার জন্য ওদের পায়ে-ল্যাজে বেঁধে দেওয়া হয় বাজি, কিংবা মারধরও করা হয়। এই বিষয়ে বহুবার বলিউড থেকে টলিউডের সেলেবরা প্রতিবাদে মুখর হয়েছেন। এবার রতন টাটার মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী।

[আরও পড়ুন: বুবলির সঙ্গে গোপনে বিয়ের পরও রাজকে ভুলতে পারছেন না পরীমণি, প্রাক্তন স্বামীর জন্য কী করলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement