Advertisement
Advertisement
DJ Azex Death

বাড়িতে উদ্ধার ওড়িশার ‘স্মাইলিং ডিজে’র ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

DJ Azex aka 'Smiling DJ of Odisha' found dead at home | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 19, 2023 9:12 pm
  • Updated:March 19, 2023 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে উদ্ধার ওড়িশার জনপ্রিয় ‘স্মাইলিং ডিজে’ ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ। তাতেই দানা বেঁধেছেন রহস্য। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই থানায় দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

DJ-Azex-1

Advertisement

জানা গিয়েছে, ডিজে অ্যাজেক্সের আসল নাম অক্ষয় কুমার। ওড়িশায় খুবই জনপ্রিয় ছিলেন তিনি। নানা অনুষ্ঠানে ডাক পড়ত তরুণ শিল্পীর। গত শনিবার রাতে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। তার আগে ঝড়-বৃষ্টি হওয়ায় এলাকার বিদ্যুৎ চলে গিয়েছিল। ঝড়-বৃষ্টি থামার পর ডিজে-কে ডাকার জন্য দরজায় ধাক্কা দেওয়া হয়। নাম ধরেও ডাকা হয়। কিন্তু কোনও সাড়া-শব্দ মেলে না। 

[আরও পড়ুন: জোটেনি ফ্রি এন্ট্রি, অস্কার অনুষ্ঠানে সিট পেতে কত টাকার টিকিট কিনেছেন রাজামৌলিরা?]

বিস্তর ডাকাডাকির পরও যখন ডিজে অ্যাজেক্সের সাড়া পাওয়া যায়নি, ভাঙা হয় দরজা। তারপরই সংগীতশিল্পীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তরুণ শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

DJ-Azex-2

তরুণ শিল্পীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। শিল্পীর এক বন্ধুর অভিযোগ, প্রেমিকার টাকার চাহিদার কারণে ডিজে এজেক্সের জীবনে শান্তি ছিল না। তাঁকে ব্ল্যাকমেলও করা হত।  সেই কারণেই হয়তো এই পদক্ষেপ শিল্পীর।

[আরও পড়ুন: ‘বহু ভারতীয় মহিলাই অলস, স্বামীর রোজগারে দিন কাটাতে চান’, বলি অভিনেত্রীর মন্তব্যে বিতর্ক]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement