Advertisement
Advertisement

Breaking News

Divya Dutta

ভারী স্তন নিয়েই জামার বোতাম খুলব! অকপট অভিনেত্রী দিব্যা দত্ত

আর কী বললেন দিব্যা?

Divya Dutta on body shaming| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 16, 2023 3:55 pm
  • Updated:August 16, 2023 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যা দত্ত। বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী। শাহরুখ খান থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করেছেন। তবে নায়িকা নয়, বরং নজর কেড়েছেন পার্শ্বচরিত্রেই। কেরিয়ারের শুরুতে অবশ্য়ই নায়িকা হতেই বলিউডে পা দিয়েছিলেন দিব্য়া। কিন্তু মোটা, বেঁটে হওয়ায় চরিত্রাভিনেতাতেই আটকে থাকেন। এই নিয়ে অবশ্য আক্ষেপ নেই দিব্যার। বরং মেদযুক্ত শরীরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন দিব্য়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শোনালেন সেই কথাই।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ঘুচল ‘কানাডা কুমার’ তকমা, ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়]

সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে দিব্যা জানান, ”কেরিয়ারের শুরুর দিকে আমার মেদযুক্ত শরীরের জন্য অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছিল। অনেক পরিচালক বলেছিলেন আমার নায়িকা হওয়ার মতো যোগ্যতা নেই। তবে আমি দমে যাইনি। অনেকে তো আমাকে বলেছে আমার ভারী স্তনের জন্য আমাকে ক্যামেরার সামনে অদ্ভুত লাগে। তবে এসবকে পাত্তা দিইনি। বরং কাজ করে গিয়েছি। বেশ কয়েকজন পরিচালক আমার অভিনয়ের প্রশংসা করেছে। এগুলোই আমার প্রাপ্তি।”

Advertisement

দিব্যা দত্ত আরও বলেন, ”আমি এখন আমার শরীর নিয়ে দারুণ খুশি। যে ভারী স্তন নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। তা নিয়েই এখন জামা খুলে রাখি। ”

[আরও পড়ুন: মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য, ‘পালান’ ছবির পোস্টারে কোন স্বাধীনতার কথা বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement