সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জুলাই মাসে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের ইতি টানেন দিশা পাটানি। তাঁদের সম্পর্কের বয়স ছিল ৬ বছর। তার পর দিশা ও টাইগার দুজনেই সিঙ্গল। দিশার অবশ্য নাম জড়িয়েছে নতুন পুরুষসঙ্গীর সঙ্গে। তবে টাইগার কিন্তু ইদানিং সময় কাটাচ্ছেন ফিটনেসের সঙ্গেই। ঠিক এই সময়ই ভাইরাল হল টাইগার শ্রফের মা এবং দিশা পাটানির একটি ভিডিও। যেখানে দেখা গেল, একটি রেস্তরাঁয় ঢুকছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ ও দিশা পাটানি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মাঝে মধ্য়েই নাকি দিশার সঙ্গে দেখা করেন টাইগার শ্রফের মা। বেশ কয়েক ঘণ্টা ধরেই নাকি দুজনে আড্ডা মারেন। গুঞ্জন বলছে, টাইগারের মায়ের দিশাকে খুবই পছন্দ। তবে কি ফের টাইগারের সঙ্গে দিশার সম্পর্ক জোড়া লাগতে চলেছে? আর এ ব্য়াপারে অনুঘটক কি টাইগারের মা আয়েশা? এসব নিয়ে অবশ্য মুখ খোলেননি টাইগার বা দিশা কেউই।
টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পটানির (Disha Patani) সম্পর্ক বরাবরই সংবাদের শিরোনামে উঠে আসে। এক সঙ্গে সিনেমা খুব একটা না করলেও, চর্চায় থাকে তাঁদের সম্পর্ক। একসঙ্গে বহুবার মালদ্বীপে ঘুরতে গিয়েছেন। নানা সময়ই সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন এই জুটি। তবে হঠাৎ করে কেন ব্রেক আপের সিদ্ধান্ত! তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.